মোদি ও শত্রুঘ্ন সিনহা (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৫ জুন: লাদাখে গলওয়ান উপত্যকায় লাল ফৌজের হামলার পর থেকেই দেশজুড়ে চিনা অ্যাপ বর্জনের হিড়িক পড়েছে। এই পরিস্থিতিতে চিনা মোবাইল অ্যাপস নিয়ে সরকারি কী ভাবছে তা স্পষ্ট করুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৃহস্পতিবার এমনটাই অনুরোধ করলেন অভিনেতা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। পিআইবি-র ফ্যাক্ট চেকের রেফারেন্স দিয়েই এদিন শত্রুঘ্ন সিনহা জানান, সরকারে চিনা অ্যাপস বর্জন সংক্রান্ত বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ভারতীয়দের মোবাইল ফোনে চাইনিজ অ্যাপস থাকবে কি থাকবে না তানিয়ে প্রধানমন্ত্রী মতামত ব্যক্ত করুন। নরেন্দ্র মোদিকে এক টুইট বার্তায় শত্রুঘ্ন সিনহা লিখেছেন, প্রথমে দেশজুড়ে ভাইরাল হওয়া একটি খবর বলছে বেশকিছু চিনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে। এনআইসি-ও কিছু অ্যাপ নিষিদ্ধ করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী এই চিনা অ্যাপস নিষিদ্ধ সংক্রান্ত বিষয়টি নিয়ে যে কনফিউশন চলছে তা দূর করুন। একই সঙ্গে এই সংক্রান্ত পিআইবি ফ্যাক্ট চেকের তথ্যও পোস্ট করেছেন অভিনেতা। বলেছেন, চিন ভারত সমস্যার মধ্যেই এই চিনা অ্যাপ বর্জন নিয়ে যে ভুয়ো খবর প্রচার চলছে। তা কেন হবে? এত কনফিউশন, কেন তা স্পষ্ট করা হোক। এই ঘটনায় দেশবাসীর কাছে ভুল বার্তা যাচ্ছে। একটি মেসেজ কিছুদিন আগেই ভাইরাল হয়ে যায়। যেখানে লেখা ছিল, প্রযুক্তি মন্ত্রক ও তথ্য প্রযুক্তির অধীনে গুগল প্লে স্টোরে থাকা বেশকিছু অ্যাপ নিষিদ্ধ। এনআইসি এই খবর দিয়েছে। তবে গত ১৯ জুন সেই তথ্যকে ভুয়ো বলে প্রমাম করে পিআইবি। এক বিবৃতিতে পিআইবি জানায়, কেন্দ্রীয় সরকার এমন কোনও নির্দেশিকা জারি করেনি। এই বার্তা ভুয়ো। আরও পড়ুন-COVID-19 Cases In India: দেশে এক দিনে আক্রান্ত প্রায় ১৭ হাজার, করোনার থাবায় মৃত্যুর প্রহর গুনছে রাজধানী

গত ১৫ জুন গলওয়ানে ভারত ও চিন সেনার সংঘর্ষের পর থেকেই বহু ভুয়ো খবরে ঢেকেছে ভারতীয় সোশ্যাল মিডিয়া। লাদাখে সেদিন এই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা লাল ফৌজের হাতে শহিদ হন। সেই সংক্রান্ত গোলমাল এখনও চলছে।