![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/35-205.jpg?width=380&height=214)
দ্বিতীয় বার দেশের প্রেসিডেন্ট পদে বসে গোটা বিশ্বে একেবারে ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ককে সঙ্গে নিয়ে মার্কিন মুলুকের প্রশাসনকে নড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। দেশের সরকারী কর্মচারীদের স্বেচ্ছা অবসরে পাঠিয়ে খরচ বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া ট্রাম্প এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নামলেন। তিনি ক্ষমতায় ফেরার একদিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে যাবে এমন দাবি করা ট্রাম্প এবার ভ্লাদামির পুতিন-কে নিয়ে মুখ খুললেন। পুতিনের সঙ্গে তিনি সরাসরি ইউক্রেন য়ুদ্ধ নিয়ে ফোনের মাধ্যমে সরাসরি কথা হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
পুতিনের সঙ্গে কী নিয়ে কথা ট্রাম্পের!
পুতিনের সঙ্গে কী কী কথা হয়েছে তা খোলসা করে কথা বলতে না চাইলেও ট্রাম্প শুধু জানিয়েছেন, রাশিয়ান প্রেসিডন্টকে যুদ্ধ থামাতে বলেছেন।
জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প
ক দিনের মধ্যেই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন। বাইডেন জমানায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সবরকমভাবে সাহায্য করেছে আমেরিকা। কিন্তু ট্রাম্পের আমেরিকা এখন রাশিয়ার দিকে ঝুঁকে।
পুতিনের সঙ্গে কথা ট্রাম্পের
NEW: Kremlin says cannot ‘confirm or deny’ Trump-Putin phone call https://t.co/ka3dNWePd1
— Insider Paper (@TheInsiderPaper) February 9, 2025
ট্রাম্পের দাবি
Trump reveals he’s spoken with Putin by phone, says Russian president ‘wants to see people stop dying’ in Ukraine war https://t.co/fk5SQyJaiH pic.twitter.com/CHb9BLDju7
— New York Post (@nypost) February 9, 2025
ট্রাম্পের দাবি অস্বীকর করল না রাশিয়া
এদিকে, পুতিনের সঙ্গে কথা হওয়ার বিষয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল না ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রশংসা করেছিলেন পুতিন। ট্রাম্পের জয়ের পরেও রাশিয়ান প্রেসিডেন্ট তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।