Kamal Haasan (Photo Credits: Instagram)

কন্নড় ভাষার উৎপত্তি ঘিরে বিতর্কিত মন্তব্য করে এবার নিজভূমেই কোণঠাসা দক্ষিণী সুপারস্টার কমল হাসান (Kamal Haasan)। প্রবীণ অভিনেতা তথা রাজনীতিবিদের বিরুদ্ধে থানার দারস্ত হয়েছে কর্ণাটকা রক্ষণা বেদিকে সংগঠন। বিতর্কিত মন্তব্যের প্রত্যাহার করে অভিনেতাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী। এদিকে নিজের মন্তব্যে অনড় কমল স্পষ্ট জানালেন, তিনি কোন ভুল করেননি তাই চাওয়ার কোন প্রশ্নই উঠছে না।

সদ্য চেন্নাইয়ে তাঁর আসন্ন ছবি 'থাগ লাইফ'এর প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা কমল হাসাল (Kamal Haasan)। সেখানে তিনি বলেন, 'কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে'। কমলের এই মন্তব্য ঘিরে দক্ষিণী রাজ্যে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। অভিনেতার উপর চটেছেন কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সংগঠন। নিজের মন্তব্যে প্রত্যাহাত করে অভিনেতাকে দ্রুত জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি উঠতে থাকে। অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে কর্ণাটকা রক্ষণা বেদিকে সংগঠন। রাজ্য জুড়ে চলা বিতর্কের মাঝে শুক্রবার সাংবাদিকদদের সামনে ৭০ বছরের কমল দৃঢ় কণ্ঠে বললেন, 'আমি যদি ভুল করি, আমি ক্ষমা চাইব। কিন্তু আমি যদি কোন ভুল না করি, আমি ক্ষমা চাইব না। এটাই আমার জীবনের নীতি'।

ক্ষমা চাইবেন না কমলঃ

তিনি আরও বলেন, 'ভারত একটি গণতান্ত্রিক দেশ। আর এই দেশের আইন ও ন্যায়বিচারের উপর আমার বিশ্বাস রয়েছে'। সামনেই মুক্তি পেতে চলেছে অভিনেতার ছবি 'থাগ লাইফ' (Thug Life)। ছবি মুক্তির আগে ভাষা মন্তব্য ঘিরে বিতর্ক জড়িয়ে পড়া সামগ্রিক ভাবে কমলের ছবির বক্স অফিসে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।