
নয়াদিল্লিঃ ছোট বোনের বিয়ের জন্য পাত্র(Groom) খুঁজছিলেন। সেই মতোই পাত্র দেখতে গিয়েছিলেন। তবে আর ফেরা হল না। আত্মীয়ের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বুদাউন জেলায়(Budaun District)। নিহত ব্যক্তির নাম কৈলাস। বোনের জন্য পাত্র দেখতে সাম্বাল জেলার বাসতিউইয়া গ্রামের জারিফনগর এলাকায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে আত্মীয়ের বাড়িতে ফেরেন।জানা গিয়েছে, এরপরই আত্মীয়ের বাড়িয়ে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় এক যুবক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কৈলাস। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আত্মীয়ের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে খুন যুবক
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম সতীশ। কী কারণে এই খুন তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে জানা গিয়েছে, সতীশ ওই এলাকারই বাসিন্দা। কৈলাসের আত্মীয়ের বাড়ির পাশেই থাকত সে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বোনের বিয়ের জন্য পাত্র দেখতে গিয়ে খুন দাদা
Budaun Shocker: Sambhal Man Shot Dead While Finalizing Groom for Sister’s Marriage in Uttar Pradesh (Watch Video)https://t.co/RvS1dBoFLB#Budaun #UttarPradesh #Murder
— LatestLY (@latestly) March 3, 2025