Narendra Modi On Adani Row (Photo Credit: X/PTI)

আমেদাবাদ, ১৮ ফেব্রুয়ারি- নির্বাচনে বিজেপির বিজয়রথের অপ্রতিরোধ্য গতি অব্যাহত থাকল। দিল্লি বিধানসভা নির্বাচন, ছত্তিশগড়ে পুরভোটে একপেশে জয়ের পর এবার গুজরাটের স্থানীয় নির্বাচনেও একাধিপত্য বজায় রেখে জিতল পদ্ম শিবির। নরেন্দ্র মোদীর রাজ্যে পুরসভা থেকে জেলাস্তর, গ্রামীন স্তরে বিজেপির জয়জয়কার। গত বছর লোকসভা ভোটে গুজরাটে ১০০ শতাংশ জয়ের রেকর্ড গড়তে না পারা, এবং বেশ কিছু জায়গায় ভোটব্যাঙ্কে ধস নেমে ধাক্কা খেয়েছিল বিজেপি। সেটা আপাতত স্থানীয় ভোটে মেকআপ করে ফেলল গেরুয়া শিবির।

গুজরাটে স্থানীয় ভোটের ফল

এদিন ফলপ্রকাশ হওয়া গুজরাটের ৬৫টি পুরসভার মধ্যে ৬০টি-তে একেবারে একপেশে জিতে বোর্ড গড়ছে বিজেপি। বাকি চারটিতে নির্দলদের সাহায্যে গেরুয়া শিবিরের বোর্ড গড়ার সম্ভাবনা। সেখানে মাত্র একটি পুরসভায় কংগ্রেস বোর্ড গড়ার মত জায়গায় রয়েছে। গতবার রাজ্যের ৬৫টি পুরসভার মধ্যে ১৩টি-তে বোর্ড গড়েছিল হাত শিবির। ৯০ শতাংশ পুরসভায় ক্ষমতা দখলের পাশাপাশি জুনাগড় পুরনিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশনেও একতরফা ভাবে জিতেছে বিজেপি। তবে জুনাগড়ে পৌরনিগমে গতবারের চেয়ে ভাল ফল করে ভোট হওয়া ৫২টি-র মধ্যে ১১টি ওয়ার্ডে জিতেছে, সেখানে বিজেপি জিতেছে ৪০টি-তে।

প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন বার্তা

 

বিনা ভোটে বেশ কিছু আসনে জয় পেয়েছে বিজেপি

তবে বিজেপির বড় জয়ে একটি বিষয় হল ২১৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। এই বিনা ভোটে বিজেপির জয়ে রয়েছে পুরসভার ১৯৬টি আসন, ১০টি জেলাস্তর ও তালুক পঞ্চায়েত এবং ৯টি জুনাগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে। গুজরাটের স্থানীয় নির্বাচনে দলের বড় জয়ের পর এক্স প্ল্যাটফর্মে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখলেন,"গুজরাটে বিজেপির সঙ্গে বিজেপির বন্ধন দিন দিন মজবুত হচ্ছে। রাজ্যজুড়ে স্থানীয় নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জেতাল তার জন্য গুজরাটের মানুষদের ধন্যবাদ জানাই। এটা আরও একটা উন্নয়নের রাজনীতির জয়।" এই বড় জয়ের জন্য দলীয় নেতাকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন মোদী।

গুজরাটে পথহারা কংগ্রেস

প্রসঙ্গত, ২০২২ সালে হওয়া গুজরাটে বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়ে কংগ্রেস মাত্র ১৭টি আসনে নেমে গিয়েছে, সেখানে শাসক দল বিজেপি জেতে ১৫৬টি আসনে। যেখানে ২০১৮ বিধানসভা নির্বাচনে দারুণ ফল করে ৭৭টি-তে আসনে জিতে ক্ষমতায় আসার অনেক কাছাকাছি চলে এসেছিল।