TMC General Meeting at kolkata (Photo Credit: X@IndiaWantsMB)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলের লাইন বেঁধে দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতাদের এক বৈঠক ডেকেছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে ঐ বৈঠকে তিনি দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রণকৌশল স্থির করে দেবেন বলে মনে করা হচ্ছে। দলের নেতাদের কাছে বেশ কিছু সাংগঠনিক বার্তাও পৌঁছে দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই বৈঠকে দলের সর্বস্তরের নেতাদের থাকতে বলা হয়েছে। থাকবেন জেলা সভাপতি, বিধায়ক, সাংসদ, ব্লক, মহকুমা, পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ও। বৈঠকে মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যাতে সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরে হতে পারে বেশ কিছু রদবদল।

 

দীর্ঘদিন বাদে এরকম সমাবেশের ডাক দিয়েছেন জননেত্রী। তাই ৭২ ঘণ্টার নোটিসে এত বড় সমাবেশের আয়োজন করা হলেও বুধবার রাত থেকেই নেতাজি ইন্ডোর চত্বরে আমন্ত্রিত দলীয় নেতা–কর্মীদের ভিড় দেখা গিয়েছে। উৎসাহী কর্মীদের ভিড়ও ছিল দেখার মত।  ইন্ডোরে মমতার বক্তব‌্য শোনার জন‌্য পাশের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জায়ান্ট স্ক্রিনের ব‌্যবস্থা করা হয়েছে। এছাড়া বুথস্তরে আরও বড় আকারে মমতার ভাষণ সরাসরি সম্প্রচারের জন‌্য রাজ‌্যজুড়ে জায়ান্ট স্ক্রিন বসানোর উদ্যোগ নিয়েছেন নেতা–কর্মীরা।