Sanjay Raut on India Fourth Economy (Photo Credit: X@ians_india)

ভারতের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়া নিয়ে প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত ( Shiv Sena (UBT) leader Sanjay Raut Raut)। কেন্দ্রকে কটাক্ষ করে রাউতের প্রশ্ন, যে দেশকে এখনও ৩৫ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে শস্য সরবরাহ করতে হয়, সেই দেশকে কীভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি (India's Fourth Largest Economy) বলা যেতে পারে?

নীতি আয়োগ দাবি করেছে, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, সে সম্পর্কে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বুধবার বলেছেন, "সংসদ অধিবেশন শুরু হলে এই সমস্ত বিষয়গুলি সামনে আসবে। যে দেশকে এখনও ৩৫ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে শস্য সরবরাহ করতে হয়, সেই দেশকে কীভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বলা যেতে পারে? বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দার দেশ হিসেবেও আগে? দেশে বিদেশী বিনিয়োগ এখন আসা বন্ধ হয়ে গিয়েছে। আপনি কিভাবে এই দাবিগুলি করছেন? অন্যান্য বিষয় থেকে মনোযোগ সরাতে কি এটি ব্যবহার করা হচ্ছে? আমরা জাপান, চিনকে ছাড়িয়ে গেছি এবং শীঘ্রই তাঁরা বলবে আমরা ট্রাম্পকেও ছাড়িয়ে গেছি। কিন্তু ট্রাম্প ইতিমধ্যেই আপনাকে চুপ করিয়ে দিয়েছেন।"