Illegal Immigration (Photo Credits: X)

নয়া দিল্লি, ১৬ ফেব্রুয়ারিঃ মার্কিন যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী (Illegal Immigration) মুক্ত করতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দ্বিতীয়বার সরকার গঠনের পর থেকেই অবৈধবাসীদের আমেরিকা ছাড়া করার অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অবৈধবাসী ভারতীয়দের নিয়ে শনিবার রাতে পঞ্জাবের অমৃতসরে নামেছে মার্কিন সেনাবাহিনীর দ্বিতীয় বিমান। রবিবার সন্ধ্যায় ভারতীয় অভিবাসীদের নিয়ে তৃতীয় মার্কিন বিমান পৌঁছবে অমৃতসরে (Amritsar)। মোট ১৫৭ জন অবৈধবাসীকে নিয়ে অমৃতসর বিমানবন্দরে অবতারণের জন্যে প্রস্তুত মার্কিন সেনার তৃতীয় দফার বিমান। জানা যাচ্ছে, অভিবাসীদের মধ্যে অধিকাংশই হরিয়ানার বাসিন্দা।

শনিবার রাতে মোট ১১৯ জন অবৈধবাসী ভারতীয়দের ফেরত পাঠিয়েছে আমেরিকা। ১১৯ জন নির্বাসিতের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার বাসিন্দা। বাকিদের মধ্যে আটজন গুজরাটের, তিনজন উত্তরপ্রদেশের, দুজন গোয়া, দুজন মহারাষ্ট্র, দুজন রাজস্থানের, একজন হিমাচল প্রদেশ এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। দ্বিতীয় দফার বিমান ভারতে পৌঁছতে না পৌঁছতেই আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের তৃতীয় দফার সেনা বিমান রওনা দিয়েছে। রবিবার সন্ধ্যাতেই বিমান পৌঁছবে অমৃতসর বিমানবন্দরে (Amritsar Airport)।

শনিবার মার্কিন বিমান অমৃতসর বিমানবন্দরে নামতেই দুজন অবৈধবাসী ভারতীয়কে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাবের পাতিয়ালায় একটি খুনের মামলায় নিখোঁজ ছিলেন তাঁরা। আমেরিকায় পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, সন্দীপ এবং প্রদীপ নামের ওই দুই অভিযুক্ত রাজপুরা শহরের বাসিন্দা এবং ইতিমধ্যেই খুনের মামলায় ওই দুইজনকে অপরাধী ঘোষণা করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধবাসী ভারতীয়দের প্রথম দফায় সেনা বিমান রওনা দিয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। ১০৪ জন অবৈধবাসীকে হাতে পায়ে শিকল পরা অবস্থায় বিমান থেকে নামতে দেখে দেশজুড়ে শোরগোল ছড়িয়েছিল।