রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লীর রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার (Padma Awards) প্রদান করবেন।২০২৪ সালের জন্য দুটি যুগ্ম পুরস্কার সহ ১৩২টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। পদ্ম পুরস্কারের তালিকায় ৫টি পদ্মবিভূষণ, ১৭টি পদ্মভূষণ এবং ১১০টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং ভরতনাট্যম শিল্পী ডঃ পদ্মা সুব্রহ্মণ্যম। এছাড়া সমাজসেবী বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হবে।
পদ্মভূষণ সম্মান প্রাপকদের তালিকায় একদম উপরের দিকে আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও গায়িকা ঊষা উত্থুপ।এছাড়া পদ্মভূষণ পুরস্কারে ভূষিত অন্যান্য ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন সমাজসেবী সীতারাম জিন্দাল, হৃদরোগ বিশেষজ্ঞ তেজস মধুসূদন প্যাটেল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক।
President #DroupadiMurmu to present the Padma Awards at the Civil Investiture Ceremony at Rashtrapati Bhavan in Delhi @rashtrapatibhvn #PadmaAwards pic.twitter.com/HynHdnMiHQ
— DD News (@DDNewslive) April 22, 2024
এক ঝলকে দেখে নেব ভারতবর্ষের কোন রাজ্য থেকে কারা থাকছেন আজকের এই অনুষ্ঠানে।
তামিলনাড়ু
বৈজয়ন্তীমালা বালি (কলা) (পদ্মবিভূষণ)
পদ্মা সুব্রহ্মণ্যম (কলা) (পদ্মবিভূষণ)
বিজয়কান্ত (মরণোত্তর) (কলা) (পদ্মভূষণ)
বদরাপ্পান এম (কলা)
জোৎস্না চিনাপ্পা (ক্রীড়া)
জো ডিক্রুজ (সাহিত্য ও শিক্ষা)
জি নাছিয়ার (ঔষধ)
শেশমপট্টি টি শিবলিঙ্গম (কলা)
অন্ধ্র প্রদেশ
কোনিদেলা চিরঞ্জীবী (কলা) (পদ্মবিভূষণ)
এম ভেঙ্কাইয়া নাইডু (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মবিভূষণ)
উমা মহেশ্বরী ডি (কলা)
বিহার
বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) (সমাজকর্ম) (পদ্মবিভূষণ)
চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর (ঔষধ) (পদ্মবিভূষণ)
সুরেন্দ্র কিশোর (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা)
রাম কুমার মল্লিক (কলা)
শান্তি দেবী পাসওয়ান এবং শিবান পাসওয়ান (কলা)
অশোক কুমার বিশ্বাস (কলা)
কেরল
এম ফতিমা বিভি (মরণোত্তর) (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
ওলানচেরি রাজাগোপাল (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
সত্যনারায়ণ বেলেরি (অন্যান্য – কৃষি)
পাকারাভুর চিত্রন নাম্বুদিরিপাদ (সাহিত্য ও শিক্ষা)
নারায়ণন ইপি (কলা)
মুনি নারায়ণ প্রসাদ (সাহিত্য ও শিক্ষা)
অস্বতী থিরুনাল গৌরী লক্ষ্মী বাই (সাহিত্য ও শিক্ষা)
বালকৃষ্ণন সদানম পুথিয়া ভিটিল (কলা)
মহারাষ্ট্র
হরমুসজি এন কামা (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা) (পদ্মভূষণ)
অশ্বিন বালাচাঁদ মেহতা (ঔষধ) (পদ্মভূষণ)
রাম (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত (কলা) (পদ্মভূষণ)
পেয়ারেলাল শর্মা (কলা) (পদ্মভূষণ)
কুন্দন ব্যাস (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা) (পদ্মভূষণ)
উদয় বিশ্বনাথ দেশপান্ডে (ক্রীড়া)
মনোহর কৃষাণা ডোলে (ঔষধ)
জাহির আই কাজি (সাহিত্য ও শিক্ষা)
চন্দ্রশেখর মহাদেওরাও মেশরম (ঔষধ)
কল্পনা মোরাপ্পা (বাণিজ্য ও শিল্প)
শঙ্কর বাবা পুন্ডলিকরাও পাপালকর (সামাজিক কাজ)
পশ্চিমবঙ্গ
মিঠুন চক্রবর্তী (কলা) (পদ্মভূষণ)
সত্যব্রত মুখোপাধ্যায় (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
ঊষা উথুপ (কলা) (পদ্মভূষণ)
গীতা রায় বর্মন (কলা)
তাকদিরা বেগম (কলা)
নারায়ণ চক্রবর্তী (বিজ্ঞান ও প্রযুক্তি)
রতন কাহার (কলা)
দুখু মাঝি (সমাজকর্ম)
সনাতন রুদ্র পাল (কলা)
একলব্য শর্মা (বিজ্ঞান ও প্রকৌশল)
নেপালচন্দ্র সূত্রধর (কলা)
কর্নাটক
সীতারাম জিন্দল (বাণিজ্য ও শিল্প) (পদ্মভূষণ)
রোহন বোপান্না (ক্রীড়া)
প্রেমা ধনরাজ (ঔষধ)
অনুপমা হোসকেরে (কলা)
শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তি (সাহিত্য ও শিক্ষা)
কে এস রাজন্ন (সামাজিক কাজ)
চন্দ্রশেখর চন্নপত্না রাজনাচার (ঔষধ)
সোমান্না (সামাজিক কাজ)
শশী সোনি (বাণিজ্য ও শিল্প)
হরিয়ানা
মহাবীর সিং গুড্ডু (কলা)
হরি ওম (বিজ্ঞান ও প্রকৌশল)
রাম চন্দর সিহাগ (বিজ্ঞান ও প্রকৌশল)
গুরবিন্দর সিং (সামাজিক কাজ)
গুজরাট
তেজস মধুসূদন প্যাটেল (ঔষধ) (পদ্মভূষণ)
রঘুবীর চৌধরি (সাহিত্য ও শিক্ষা)
ইয়াজদি মানেকশা ইতালিয়া (ঔষধ)
দয়াল মাভজিভাই পারমার (ঔষধ)
জগদীশ লাভশঙ্কর ত্রিবেদী (গুজরাট)
লাদাখ
তোগদান রিনপোচে (মরণোত্তর) (আধ্যাত্মবাদ) (পদ্মভূষণ)
উত্তর প্রদেশ
খলিল আহমেদ (কলা)
নাসীম বানো (কলা)
রাম চেট চৌধরি (বিজ্ঞান ও প্রযুক্তি)
রাধা কৃষাণ ধিমান (ঔষধ)
রাজারাম জৈন (সাহিত্য ও শিক্ষা)
গৌরব খান্না (ক্রীড়া)
সুরেন্দ্র মোহন মিশ্র (কলা)
রাধে শ্যাম পারিক (ঔষধ)
নবজীবন রাস্তোগী (সাহিত্য ও শিক্ষা)
গোদাবরী সিং (কলা)
উর্মিলা শ্রীবাস্তব (কলা)
বাবু রাম যাদব (কলা)
ছত্তিশগড়
রামলাল বারেথ (কলা)
হেমচাঁদ মাঝি (ঔষধ)
জাগেশ্বর যাদব (সামাজিক কাজ)
মধ্য প্রদেশ
কালুরাম বামানিয়া (কলা)
সত্যএন্দ্র সিং লোহিয়া (ক্রীড়া)
ভগবতীলাল রাজপুরোহিত (সাহিত্য ও শিক্ষা)
ওম প্রকাশ শর্মা (কলা)
অসম
পার্বতী বড়ুয়া (সামাজিক কাজ)
সর্বেশ্বর বসুমাতারী (অন্যান্য – কৃষি)
দ্রোণ ভুইঞাঁ (কলা)
হিমাচল প্রদেশ
সোম দত্ত বাট্টু (কলা)
ত্রিপুরা
স্মৃতি রেখা চাকমা (কলা)
চিত্তরঞ্জন দেববর্মা (অন্যান্য – আধ্য়াত্মিক)
তেলঙ্গানা
এ ভেলু আনন্দচারি (কলা)
গদ্দাম সামমাইয়া (কলা)
কেথাভাথ সোমলাল (সাহিত্য ও শিক্ষা)
কুরেলা বিথলাচার্য (সাহিত্য ও শিক্ষা)
আন্দামান ও নিকোবর
কে চেল্লাম্মাল (অন্যান্য – কৃষি)
দাসারি কোন্ডপ্পা (কলা)
রাজস্থান
জানকিলাল (কলা)
আলি মহম্মদ এবং ঘানি মহম্মদ (কলা)
লক্ষ্মণ ভট্ট তাইলাং (কলা)
মায়া ট্যান্ডন (সামাজিক কাজ)
উত্তরাখণ্ড
যশবন্ত সি কাঠোচ (সাহিত্য ও শিক্ষা)
হরিশ নায়ক (সাহিত্য ও শিক্ষা)
অরুণাচল প্রদেশ
ইয়ানুং জামোহ লেগো (অন্যান্য – কৃষি)
সিকিম
জর্ডন লেপচা (কলা)
ওড়িশা
বিনোদ মহারানা (কলা)
ভগবত পধান (কলা)
বিনোদ কুমার প্রসায়াত (কলা)
গোপীনাথ সাঁই (কলা)
ঝাড়খণ্ড
পূর্ণিমা মাহাতো (ক্রীড়া)
দিল্লিকিরণ নাদার (কলা)
শৈলেশ নায়ক (বিজ্ঞান ও প্রকৌশল)
হরবিন্দর সিং (ক্রীড়া)
মেঘালয়
সিলবি পাসাহ (কলা)
গোয়া
সঞ্জয় অনন্ত পাতিল (অন্যন্য – কৃষি)
পঞ্জাব
নির্মলা ঋষি (কলা)
প্রাণ সবরওয়াল (কলা)
মিজোরাম
সাংথাঙ্কিমা (সামাজিক কাজ)
মণিপুর
মাচিহান সাসা (কলা)
নাগাল্যান্ড
সানো ভামুজো (সামাজিক কাজ)
জম্মু ও কাশ্মীর
গুলাম নবি দার (কলা)
রোমালো র্যাম (কলা)
ভারতীয়দের পাশাপাশি এই বছর বেশ কয়েকজন বিদেশি নাগরিককেও পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাইওয়ানের বাসিন্দা, ফক্সকন সংস্থার সিইও ইয়ং লিউ-কে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। সবথেকে বেশি চারজন পদ্ম পুরস্কার জিতেছেন ফ্রান্স থেকে। ।
তাইওয়ান
ইয়ং লিউ (বাণিজ্য ও শিল্প) (পদ্মভূষণ)
ফ্রান্স
শার্লট শপিন (অন্যান্য – যোগা)
পিয়ের সিলভাইন ফিলিওজ্যাট (সাহিত্য ও শিক্ষা)
ফ্রেড নেগ্রিট (সাহিত্য ও শিক্ষা)
কিরণ ব্যাস (যোগা)
পাপুয়া নিউ গিনি
সসিন্দ্রন মুথুভেল (পাবলিক অ্যাফেয়ার্স)
মেক্সিকো
রবি প্রকাশ সিং (বিজ্ঞান ও প্রকৌশল)
বাংলাদেশ
রেজওয়ানা বন্যা চৌধুরী (কলা)