TMC FLAG (Photo Credit: PTI)

ফের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী। কসবা, মালদার পর এবার বর্ধমানে এক মহিলা কর্মীর ওপর হামলা চালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম (Ausgram) ২ নম্বর পঞ্চায়েতে মৌখিরা গ্রামে। জানা যাচ্ছে, এদিন নিজের বাড়ি সামনে সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন মমতা বারুই। সেই সময় বাইকে করে ৭-৮ জন আচমকাই তাঁর সামনে এসে মারধর করা শুরু করে। এমনকী তাঁর কাপড়ও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর এলাকাবাসীরা তেড়ে যেতে আততায়ীরা পালিয়ে যায়।

গ্রেফতার এক অভিযুক্ত

এরপর আক্রান্ত মহিলা কর্মীকে তড়িঘড়ি ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে বামচাঁদাইপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে অভিযোগ পাওয়ার পরেই শুরু হয় তদন্ত। এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

তৃণমূল-বিজেপি একের অপরের দিকে তুলেছে অভিযোগের আঙুল

পরিবারসূত্রে খবর, ঘটনার সময় ওই মহিলার স্বামী ও ছেলে ঘটনাস্থলে ছিলেন না। তাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে ছিলেন। হামলার খবর পেতেই ঘটনাস্থলে চলে আসেন তাঁরা। এরপর পুলিশে অভিযোগ জানায় আক্রান্তে স্বামী। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। স্থানীয় বিজেপির নেতৃত্বের অভিযোগ, এই ঘটনা তৃণমূল গোষ্ঠীর কারণে হয়েছে। যদিও তৃণমূলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে।