রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja 2025)।ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day) এর আগে বাঙালিদের প্রেমের দিন।মূলত সরস্বতী পুজো থেকেই সূচনা হয় বসন্ত ঋতুর। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো (Saraswati Puja) হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। বসন্ত পঞ্চমীর এই তিথিতে বাঙালির বাড়িতে বাড়িতে, পাড়ার মোড়ে মোড়ে ও স্কুল-কলেজে ধুমধাম করে পালিত হয় বাগদেবীর বন্দনা।
রাত পেরোলেই সরস্বতী পুজো, তাই অগ্রিম বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনকে পাঠিয়ে দিন সরস্বতী পুজোর এই শুভেচ্ছা বার্তা (Saraswati Puja 2025 Wishes In Bengali)