Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

মদের নেশায় দিনভর চূড় থাকতেন বাঁকুড়ার (Bankura) ওন্দা এলাকার বিকাশ মাল। আর এই নেশার কারণে ঘরের পোশা ছাগল বিক্রি করে দিয়েছিল সে। এখানেই শেষ নয়, শনিবার ঘরে থাকা তিন বস্তা ধানও বেচতে যায় সে। আর সেটা রুখতে গিয়ে রাগের মাথায় স্ত্রী সুলেখা মাল খুন করে স্বামীকে। জানা যাচ্ছে, একটি লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে তাঁকে। আর সেই লাঠির ঘা লাগে বিকাশের মাথায়। আর তাতেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং জেরায় সে খুনের কথা স্বীকারও করেছে।

ধান বিক্রি নিয়ে শুরু হয়েছে বচসা

জানা যাচ্ছে, মৃত ব্যক্তি পেশায় ছিলেন দিনমজুর। তবে নেশার কারণে দীর্ঘদিন ধরেই কাজে যেতেন না। অন্যদিকে সুলেখা কাজ করে টাকা রোজগার করতেন। এই অবস্থায় সম্প্রতি ছাগল চড়ানোর নাম করে সেগুলি বেঁচে দেয়। পরে আবার তিন বস্তা ধান বাজারে বিক্রি করতে নিয়ে বেরোতে যায়। তখনই স্ত্রীয়ের শুরু হয় বচসা।

ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ

অভিযোগ, এই বচসার মাঝেই শুরু হয় হাতাহাতি। আর তখনই ঘরে থাকা একটি লাঠি দিয়ে বিকাশকে মারধর করে সুলেখা। আর তাতেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।