দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের চোখরাঙানির পাশাপাশি সাতটি জেলায় বইতে পারে লু! ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তীব্র ও অস্বস্তিকর গরমে মানুষজন নাজেহাল। সেই সঙ্গে বাড়ছে রোদের তেজও। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর জানিয়েছে।কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আগামী চার-পাঁচদিন এমনই আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে রাজ্যের ৭টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল - দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরমের অস্বস্তি জারি থাকবে।পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যেতে পারে। অনুভূত হবে তার থেকে বেশি।আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।
আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে। এদিকে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বভাবিকের তুলনায় যা প্রায় ২ ডিগ্রি বেশি।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭. ৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি ওপরে।বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা আরও বাড়বে। দিনভর গরমের অস্বস্তি থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।