Road Accident (Photo Credit: X)

শুক্রবার রাতের অন্ধকারে বাঁকুড়ায় (Bankura) ভয়াবহ পথ দুর্ঘটনা। রাত পৌনে ১২টা নাগাদ বাঁকুড়া- হুগলি সীমানা এলাকা হলদি চেক পোস্টে একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের। আর তাতেই মৃত্যু হয় বাইক চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইকের বাকি দুই সহযাত্রী ও গাড়ির চালক। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাইক চালকের মাথায় কোনও হেলমেট ছিল না। এবং সে দ্রুত গতিতেই বাইক চালাচ্ছিল, যে কারণে দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বাঁকুড়ায় বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ

জানা যাচ্ছে, এদিন রাতে কোতলপুর-কামারপুকুর রাস্তা দিয়ে মারুতি গাড়িটি জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে বেপড়োয়া গতিতে আসছিল বাইকটি। তখনই ঘটে এই দুর্ঘটনা। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

আহতদের চিকিৎসা চলছে

পুলিশসূত্রে খবর, আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা বাইক চালক মৃত্যুঞ্জয় রায়কে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাইক আরোহী কার্তিক রায় এবং আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে মারুতি ভ্যানের চালক শুভজিৎ দে-ও গুরুতর আহত। তাঁকে পরবর্তীকালে কলকাতার হাসাপাতালে স্থানান্তরিত করা হয়।