নয়াদিল্লিঃ বিয়ের(Wedding) আসরে পছন্দের গানে(Song) নাচ(Dance) বরের(Groom)। আর সেই নাচই কাল হল তাঁর জীবনে। জামাইয়ের নাচ দেখে রেগে আগুন হবু শ্বশুরমশাই(Father In Law)। বরকে অযোগ্য ও মূল্যবোধহীন বলে মনে হওয়ায় বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিলেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।
বিয়ের আসরে বরের নাচ দেখে বিয়ে বাতিল হবু শ্বশুর মশাইয়ের
জানা গিয়েছে, বরযাত্রী নিয়ে ধুমধাম করে বিবাহ বাসরে হাজির হন বর। হিন্দি গানে শুরু হয় নাচানাচি। 'চোলি কে পিছে কেয়া হায়' গানে কোমর দোলান বরও। আর এতেই চটেন হবু শ্বশুরমশাই। বরের এই আচরণ মোটেই পছন্দ হয়নি তাঁর। আর তাই এই পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বেঁকে বসেন তিনি। বিবাহ বাসরে উপস্থিত সমস্থ অতিথিদের সামনেই ঘোষণা করে দেন এই বিয়ে বাতিল। বাবার মুখে এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন কনে। দু'চোখে জল নিয়ে বিয়ের আসর ছাড়েন তিনি। কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি কনের বাবার। মেয়ের সঙ্গে বরের পরিবারের যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
বিয়ের আসরে 'চোলি কে পিছে' গানে কোমর দোলালেন বর, রেগে আগুন শ্বশুর, বাতিল করলেন বিয়ে
Delhi Groom Dances To Choli Ke Peeche, Bride's Father Calls Off Weddinghttps://t.co/eGOFSwFs9v#Delhi pic.twitter.com/1qjkS5XPyW
— NDTV (@ndtv) February 2, 2025