দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের শেষদিকে প্রচার ব্যক্তিগত আক্রমণে নেমে এল। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাশি নিয়ে কটাক্ষ করে নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের।হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর রবিবার দিল্লি ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী আতিশ মার্লেনার কালকাজি কেন্দ্রে গিয়ে কেজরিওয়ালের সরাসরি নাম না নিয়ে বললেন,"একটা সময় ছিল যখন একটা লোক কাশতে কাশতে এসেছিল, ওর গলায় মাফলার থাকত। ১১ বছর আগেও লোকটা কাশত। কিন্তু ও এখন ঠিক হয়ে গিয়েছে, আর কাশে না। এখন দূষণে আমরা সবাই কাশি। নিশ্চই বুঝতে পারছেন লোকটা কে?"
কেজরিওয়ালের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ
এরপর আক্রমণের সুর চড়িয়ে অনুরাগ ঠাকুর বললেন, " ভোটের জিততে কেজরিওয়াল অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকী এমনও বলেছিলেন অন্ধকার হয়ে গেলে আপনাদের জন্য উনি আকাশ থেকে চাঁদ, তারাও নিয়ে আসবেন। উনি বলেছিলেন, সব জায়গা, এমনকী পাহাড়ও উনি পরিষ্কার করে দেবেন। কিন্তু আসলে উনি কি করলেন?
দেখুন কেজরিওয়ালকে কটাক্ষ করে কী বললেন অনুরাগ ঠাকুর
#WATCH | #DelhiElection2025 | During an election rally in the Kalkaji Assembly constituency, BJP MP Anurag Thakur says, " A coughing man once came, he had a muffler wrapped around his neck, 11 years ago he was coughing but now he is fine but you all (people) are coughing. Who is… pic.twitter.com/GgDOOuvz4p
— ANI (@ANI) February 2, 2025
অনুরাগের আক্রমণ
এরপর অনুরাগ ঠাকুর বলেন,"কেজরিওয়াল বলেছিলেন, সব জায়গা, এমনকী পাহাড়ও উনি পরিষ্কার করে দেবেন। কিন্তু আসলে উনি কি করলেন? উনি বলেছিলেন যমনা নদী পরিষ্কার করে, সেখান থেকে পানীয় জলের ব্যবস্থা করে দিল্লিবাসীর পিপাসা মেটাবেন। সেখানে বাস্তবে কী হল? আসলে উনি কিছুই করতে পারেন না। শুধু ভোটে জিততে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া।"