নয়াদিল্লিঃ যেমন কথা তেমন কাজ। কানাডা(Canada), মেক্সিকো(Mexico), চিনের(China) উপর শুল্ক চাপালেন আমেরিকার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। আগেই এই ব্যাপারে ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো ১ ফেব্রুয়ারি নির্বাহী নির্দশিকায় সই করলেন তিনি। এদিন ট্রাম্প জানান, এই দেশগুলির পণ্যের ওপর শুল্কের হার বৃদ্ধির প্রক্রিয়াটি কার্যকর করা হয়েছে ইন্টারন্যাশনাল ইমারজন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের মাধ্যমে। মেক্সিকে ও কানাডা থেকে আসা পণ্যের আমদানি শুল্কের ওপর ২৫ শতাংশ এবং চিনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।
শুল্ক বৃদ্ধি করলেন ট্রাম্প
ট্রাম্পের কথায়, "অবৈধ অভিবাসী এবং বেআইনি মাদকের জেরে হুমকির মুখে দাঁড়িয়ে আমেরিকা। মাদকে আসক্ত হয়ে প্রাণ হারাচ্ছেন বহু আমেরিকান। তাই প্রেসিডেন্ট হিসেবে দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। নির্বাচনী প্রচার চলাকালীনই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম,দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করব। সেই সঙ্গেই সীমান্ত থেকে আসা বেআইনি মাদক আমদানিও বন্ধ করব। আমেরিকার মানুষ আমার এই ভাবনাকে সমর্থন করেও ভোট দিয়েছিলেন।" হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, বেআইনি অভিবাসী এবং মাদকের বিষয়টিকে 'জাতীয় জরুরি অবস্থা' হিসেবে দেখছে আমেরিকা।
কানাডা, চিন, মেক্সিকোর উপর চড়া আমদানি শুল্ক চাপালেন ট্রাম্প, বাড়ল কত শতাংশ?
Trump imposes 25 per cent tariffs on imports from Canada and Mexico, 10 per cent on China
Read @ANI Story | https://t.co/ZuH28zwRhH#DonaldTrump #USPresident #Tariffs pic.twitter.com/WMWeUcMnKr
— ANI Digital (@ani_digital) February 1, 2025