ICC Women's U-19 T20 World Cup 2025: দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার মহিলাদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। মালয়েশিয়ায় আয়োজিত ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকার আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করল বিসিসিআই। ২০২৩ সাল থেকে এই বিশ্বকাপ শুরু হয়।
টুর্নামেন্টের সব কটা ম্যাচে একপেশে জিতে চ্যাম্পিয়ন
প্রথম ও দ্বিতীয়-দুটি সংস্করণেই চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা অনুর্ধ্ব ১৯ দল। এবারের বিশ্বকাপে সব কটি ম্যাচেই একেবারে একপেশেভাবে জেতেন গোঙগাদি তৃষা, অধিনায়িকা নিকি প্রসাদরা। কুয়ালালামপুরে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েদের মাত্র ৮২ রানে অল আউট করার পর, সেই রান ১ উইকেটে ১১.২ ওভারেই তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দল। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তেলাঙ্গানার ১৯ বছরের ওপেনার গোঙগাদি তৃষা।
বিশ্বকাপ জয়ী ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে আর্থিক পুরস্কার বোর্ডের
BCCI announces cash award of Rs 5 crore for the Indian team and its support staff after the title triumph in the U-19 Women’s T20 World Cup in Kuala Lumpur pic.twitter.com/toeHdTNXQZ
— Press Trust of India (@PTI_News) February 2, 2025
টুর্নামেন্টের সেরা তৃষা
টুর্নামেন্টের (ICC Under 19 Women's World Cup 2025) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটাও তৃষা এবারের বিশ্বকাপে গড়েছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার সিক্সের ম্য়াচে তৃষা করেন ১১০ রান।