Abhishek Sharma. (Photo Credits: X)

মুম্বই, ২ ফেব্রুয়ারি: ওয়াংখেড়েতে অভিষেক সুনামি। ররিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে অবিশ্বাস্য বিস্ফোরক ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার ২৪ বছরের তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ব্রিটিশ বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করলেন অমৃতসরের ছেলে। ১০টি ছক্কা,৫টি বাউন্ডারিতে তিন সংখ্যায় পৌঁছে যান অভিষেক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয়র করা দ্বিতীয় দ্রুতম সেঞ্চুরি এটি। এই রেকর্ডে ৩৫ বলে সেঞ্চুরি করা রোহিত শর্মা ভারতীয়দের মধ্যে সবার আগে। ৩৩ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের সিকান্দার রাজার দখলে (গাম্বিয়ার বিরুদ্ধে)।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেকের এটি দ্বিতীয় সেঞ্চুরি। গত বছর জুলাইয়ে জিম্বাবোয়েতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অভিষেক। রবিবার সন্ধ্যায় ওয়াংখেড়েতে হাজির অমিতাভ বচ্চন, আমির খান থেকে ঋষি সুনক,নারায়ণ মুর্তি, মুকেশ আম্বানি-রা। সবাই অভিষেকের ব্যাটিং দেখে মুগ্ধ হলেন। মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় দ্রুততম টি-২০ হাফ সেঞ্চুরির নজির গড়লেন অভিষেক।

বিস্ফোরক সেঞ্চুরি অভিষেক শর্মার

 

এদিন একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। জোফ্রা আর্চার থেকে মার্ক উড, জেমি ওভারটনদের মত বোলারদের একবারে ক্লাবস্তরে নামিয়ে আনেন পঞ্জাবের স্বর্ণমন্দিরের শহরের ছেলে। যুবরাজ সিংকে গুরু মেনে চলা অভিষেকের এদিন সব বলই চার-ছয়ে হাঁকাচ্ছিলেন।