একদিকে কলকাতার বানতলায় ম্যানহোলে নেমে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। অন্যদিকে জামুরিয়ায় (Jamuria) একটি খোলামুখ খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক তরুণের। এদিন ঘটনাটি ইসিএলের নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে ঘটেছে। মৃত যুবকের নাম টিঙ্কু বাউড়ি। ইতিমধ্যেই এই ঘটনার জেরে ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। পরিবারের দাবি, যেখানে কয়লা সংগ্রহ করতে নেমেছিল টিঙ্কু, সেই সময় ওই এলাকায় বিস্ফোরণ হয়। যে কারণে মৃত্যু ঘটে যুবকের। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মৃতের পরিবার ইসিএলের থেকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেছে।
খনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু শ্রমিকের
অভিযোগ, এদিন সকালে কয়লা তুলতে ওই খনিতে নেমেছিল যুবক। সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, ওই সময় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল। পরিবারের সদস্যরা খবর পেয়ে এলাকায় যায়। পরবর্তীকালে টিঙ্কুর মৃতদেহ উদ্ধার হয়। আর তারপরেই বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। ঘটনাস্থলে চলে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা আর্থিক ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের সদস্যের চাকরির দাবি করেন।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
যদিও ইসিএল কর্তৃপক্ষ এই নিয়ে কোনও মন্তব্য করেননি। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ওই এলাকা থমথমে রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।