Abhishek Sharma. (Photo Credits: X)

রবিবার আরব সাগরের তীরের শহর সুনামি নেমে এল টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)-র ব্য়াটে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক শর্মার ৫৪ বলে ১৩৫ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে নজির গড়া জয় পেল টিম ইন্ডিয়াকে। রেকর্ড ১৩টা ওভার বাউন্ডারি হাঁকানো অভিষেকের ইনিংসটা চোখে না দেখলে বিশ্বাস হবে না। মুম্বইয়ে পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে রেকর্ড ১৫০ রানে হারিয়ে ৪-১ সিরিজ জিতল বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। অমিতাভ বচ্চন থেকে আমির খান, মুকেশ আম্বানি থেকে ঋষি সুনকদের উপস্থিতিতে জমজমাট ওয়াংখেড়েতে অভিষেক একসঙ্গে বহু নজির গড়লেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান করার রেকর্ডটা এদিন গড়লেন অভিষেক। ভাঙলেন শুবমন গিল (১২৬ অপরাজিত, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২০২৩ সালে)-এর রেকর্ড।

অভিষেকের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি

পাশাপাশি মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন। একটুর জন্য রক্ষা পেল রক্ষা পেল রোহিত শর্মার রেকর্ড (৩৫ বলে সেঞ্চুরি)। ভারতীয়দের পাশাপাশি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি (১৭ বলে), পাওয়ার প্লেতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান (৫৮ রান), ওভারের বিচারের সবার আগে সেঞ্চুরি পূর্ণ করা (ইনিংসের ১০.১ ওভারেই সেঞ্চুরি পূর্ণ।)

৩৭ বলে সেঞ্চুরি অভিষেকের

টি-২০ -তে টিম ইন্ডিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় জয় (রানের বিচারে)

অভিষেকের নজির গড়া সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া করে ৯ উইকেটে ২৪৭ রান। জবাবে ইংল্যান্ড ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট হয়ে যায়। ১৫০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ৪-১ জিতল টিম ইন্ডিয়া। মহম্মদ সামি ২৫ রানে ৩ উইকেটের দুরন্ত স্পেল করেন। সিরিজ সেরা বরুণ চক্রবর্তী এদিন ২টি উইকেট নেন। দুরন্ত ১৩৫ রান করার পাশাপাশি অমৃতসরের ছেলে অভিষেক শর্মা ৩ রান দুটি ২টি উইকেটও নেন। শিবম দুবে ২টি ও রবি বিষ্ণু ১টি উইকেট নেন। ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট (৫৫) ছাড়া আর কোনও ইংল্যান্ডার ব্যাটার দাঁড়াতেই পারেননি। সল্ট দু অঙ্কের রান করেন শুধু জ্যাক বেথেল (১০)। টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার এটি দ্বিতীয় সবচেয়ে বড় জয়। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে ১৬৮ রানের ব্যবধানে জেতাটাই এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় জয়।

অন্যদিকে, যুবরাজ সিংয়ের অন্ধভক্ত অভিষেক শর্মাময় ওয়াংখেড়েতে অনেক নজির হল--

এক নজরে অভিষেকের নজির গড়া ইনিংস

১) ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান (১৩৫ রান)।

২) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সর্বাধিক ওভার বাউন্ডারি । অভিষেক মারেন মোট ১৩টি ওভার বাউন্ডারি, ভাঙল রোহিত শর্মার রেকর্ড (১০টি ছক্কা, ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে)

৩) ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি (৩৭ বলে)

৪) ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম আন্তর্জাতিক টি-২০ হাফ সেঞ্চুরি (১৭ বলে)।

৫) ইনিংসে ওভার বিচারের দ্রুতম সেঞ্চুরি। (১০.১ ওভারে সেঞ্চুরি পূর্ণ)।

৬) পাওয়ার প্লে-তে সর্বাধিক রান (৫৮ রান)

৭) আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্রুততম সেঞ্চুরি

এদিন মাত্র ৬.৩ ওভারেই ভারতের রান ১০০-তে পৌঁছে যায়। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ২০২৪ সালে টিম ইন্ডিয়া মাত্র ৭.১ ওভারে ১০০ রান করে নজির গড়েছিল। সেই রেকর্ড আজ ওয়াংখেড়েতে ভাঙল।