বাঙালিদের কাছে সরস্বতী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পড়ুয়ারা তো বটেই, অন্য কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা বহু মানুষের বাড়িতেই এদিন পুজো হয়। বিদ্যার দেবীর আরাধনায় আজ বাংলার ঘরে ঘরে শুরু হবে উদযাপন।একটা বছরের প্রতীক্ষার পর এই একটা দিন অন্তত স্কুল, কলেজে যাওয়ার জন্য সকলের মন উদ্বেল হয়। এই একটা দিন ফিরে পেতে চায় স্কুলবেলা, ছাত্রজীবন। কুল না খেয়ে পুজোর প্রতীক্ষায় থাকে কৈশোর কাল। উপবাস করে চলে পুজোর আয়োজন, সাতসকালে স্নান করে বাড়ির পুজোয় অংশ নেয় কেউ। কেউবা ছোটে স্কুলে।
বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙেরও বিশেষ গুরুত্ব রয়েছে। শিক্ষা বা যেকোনো শুভ কাজ শুরু করার জন্য এটি খুবই শুভ বলে মনে করা হয়। আজ পড়ুয়ারা হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে থাকেন। আপনিও চাইলে আজ নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে একখানা হলুদ রঙের পোশাক বেঁছে নিতে পারেন। এমন দিনে ফিরে দেখা স্মৃতিতে ডুব দিয়ে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা