সামান্য চোরদের ধরতে গিয়ে বড়সড় হামলার মুখে পড়তে হল পঞ্জাব পুলিশকে। রবিবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটল পঞ্জাবের (Punjab) মোগা থানা এলাকার চুগ্গা লিঙ্ক রোডে। জানা যাচ্ছে, দুষ্কৃতীদের ধরতে কার্যত এনকাউন্টার অভিযানে নামতে হয় পুলিশকে। যদিও এতে কোনও পুলিশকর্মী আহত না হলেও অভিযুক্তদের মধ্যে দুজনের গুলির ঘায়ে জখম হয়েছে। আর বাকি তিনজন পালানোর চেষ্টা করলেও পরবর্তীকালে পুলিশ তাঁদের ধরে ফেলেন। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের পেছনে ধাওয়া করল পুলিশ

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গত ২৮ জানুয়ারি একটি ব্যবসায়ীর গাড়ি নিয়ে পালায় একদল দুষ্কৃতি। এদিন লোকেশন ট্র্যাক করে তাঁদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তারপর চুগ্গা লিঙ্ক রোডে যখন তাঁদের সন্ধান পাওয়া যায়, তখন অভিযুক্তরা চুরি যাওয়া গাড়িই চালাচ্ছিল। ফলে তাঁরা পিছু ধাওয়া করে প্রথমে পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

দেখুন পুলিশের বক্তব্য

পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই

তারপরেই পাল্টা গুলি চালায় পুলিশ। বাধ্য হয়ে গাড়ি থামিয়ে অভিযুক্তরা এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এভাবেই দুপক্ষের গুলি বিনিময়ের মাঝেই জখম হয় দুই অভিযুক্ত। আর তাই দেখে বাকিরা পালানোর চেষ্টা করে। তখনই সকলকে ধরে ফেলে গ্রেফতার করে পুলিশ