Justin Trudeau (Photo Credits: ANI)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে পিছু না হটে, পাল্টা দিল মেক্সিকো, ও কানাডা। নির্বাচনী প্রচারে বলা কথা মিলিয়ে মসনদে বসেই পড়শি দেশ মেক্সিকো ও কানাডা-র পণ্যের ওপর ২৫ শতাংশ মোটা শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে মেক্সিকো ও কানাডা থেকে আসা বিভিন্ন পণ্য আমেরিকায় এলে অনেকটাই দামি হয়ে যাবে। এর ফলে মেক্সিকো ও কানাডার অর্থনীতিতে বড় চাপ পড়বে। জাস্টিন ট্রুডোর দেশ কানাডায়কে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন ট্রাম্প।

কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প

কিন্তু কানাডা তাতে রাজি না হওয়ায় তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে চাপের খেলায় নেমেছেন ট্রাম্প। কিন্তু পিছু না হটে ট্রাম্পের শুল্কের জবাব শুল্ক চাপিয়ে নিল কানাডা। মার্কিন পণ্যে ২৫ শতাংশে শুল্ক আরোপ করল কানাডার ট্রুডো প্রশাসন। প্রতি বছর কানাডায় মোট ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডায় আসে।

ট্রাম্পকে জবাব ট্রুডোর

 

কানাডা থেকে ৪৭৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল আমদানি করে আমেরিকা

আমেরিকা থেকে কানডায় আসা ফল, জুতো, বিয়ার, পারফিউ, আসবাব পত্র, ক্রীড়া সরঞ্জাম, ওয়াইন, প্লাস্টিক সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসে ২৫ শতাংশ শুল্ক চাপছে। কানাডার মত মার্কিন যুক্তরাষ্ট্রে মেক্সিকোও ২৫ শতাংশ শুল্ক আরোপ করছে।

ট্রাম্পকে জবাব মেক্সিকোরও

কানাডা ও মেক্সিকোর রাষ্ট্রপ্রধানরা বললেন, ট্রাম্পের শুল্কের বোঝায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবেন আম আমেরিকানরাই। কারণ শুল্কের বোঝা সরাসরি ক্রেতাদের ওপরেই পড়বে।