India Students shot in USA (Photo Credit: X@umasudhir)

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে মৃত অবস্থায় উদ্ধার হল এক ভারতীয় পড়ুয়ার দেহ।মৃত ভারতীয় পড়ুয়ার নাম জি প্রবীণ, বয়স ২৬ বছর। তিনি তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে রিপোর্ট থেকে। রাঙ্গারেড্ডি জেলার শাদনগর নির্বাচনী এলাকার কেশম্পেট মণ্ডলের বাসিন্দা প্রবীণ ২০২৩ সালে মাস্টার্স করার জন্য আমেরিকা গিয়েছিলেন। তার আগে হায়দরাবাদ থেকে প্রযুক্তিবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন প্রবীণ। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি শেষবার ভারতে তাঁর পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন। এই বছরের জানুয়ারিতে তিনি আমেরিকা চলে যান। এই মর্মান্তিক ঘটনাটি তার পরিবারকে গভীরভাবে মর্মাহত করেছে। তার পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন যে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। প্রবীণের খুড়তুতো ভাই অরুণ পিটিআই-কে জানিয়েছেন, বুধবার সকালে আমেরিকার কর্তৃপক্ষ প্রবীণের পরিবারকে তাঁর মৃতদেহ পাওয়ার খবর জানায়। তাঁর বন্ধুরা বলেছে যে প্রবীণের শরীরে গুলির আঘাত ছিল।আমেরিকার কর্তৃপক্ষ প্রবীণের পরিবারকে জানিয়েছে যে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নির্ধারণ করা যাবে।

 

গু

মার্কিন প্রদেশে বন্দুকবাজদের হামলার ঘটনা প্রায়শ্রই ঘটে থাকে। এর আগে ডেমোক্র্যাটরা বন্দুক নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তবে রিপাবলিকানরা বন্দুক নিয়ন্ত্রণের ঘোরতর বিরোধী। এই আবহে বিগত বছরগুলিতে আমেরিকায় এই ধরনের অপরাধ ক্রমেই বাড়ছে।