
গীতা দেবী হাসপাতাল থেকে উঠে এল এক ভয়াবহ ছবি। যেখানে এক ব্যক্তি নাকে নল গোঁজা, হাতে স্যালাইনের সূঁচ ফোটানো অবস্থায় বাইরে বেরিয়ে আসেন। হাসপাতালের ভিতরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সামলাতে না পেরেই প্রচণ্ড অসুস্থ অবস্থাতেই বাইরে বেরিয়ে আসেন। সেই সঙ্গে হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ জানাতে শুরু করেন। মধ্যপ্রদেশের রতলামের গীতা দেবী হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে সরব হন ওই ব্যক্তি। হাসপাতালের বাইরে বেরিয়ে এসে তিনি একাধিক অভিযোগ শুরু করেন। ওই ব্যক্তির স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল জেনেও, হাসপাতালে কর্তৃপক্ষ তাঁর কাছে অর্থ দাবি করে। যার জেরে তিনি হাসপাতালে ৫০ হাজার টাকা জমা করেন। ৫০ হাজারের পর ওই ব্যক্তির স্ত্রী আরও ১ লক্ষ টাকা জমা করেন। এরপর তাঁর স্বামীর হাত, পা দড়ি বাধা অবস্থা থেকে খুলে দেওয়া হয়। ওই ব্যক্তির হাত, পা খুলে দেওয়া হলে তিনি হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন এবং অভিযোগ জানাতে শুরু করেন।
(এই তথ্য যাচাই করে দেখেনি লেটস্টলি ডট কম। এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী এই খবর লেখা হয়েছে)
দেখুন ওই ব্যক্তি কীভাবে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন...
गीता देवी अस्पताल रतलाम में एक व्यक्ति की पत्नी को हालत नाजुक बताकर पैसे मांगे,पत्नी ने 50हजार दे दिए. फिर कोमा में जाना बताया तो पत्नी एक लाख रुपये लेकर पहुंची, तब तक आईसीयू में रस्सियों से बंधा हुआ पति छुड़ाकर बाहर आ गया! हंगामा होने के बाद सरकार ने जांच के आदेश दे दिए है! pic.twitter.com/tT0aylgDK9
— Mukesh Sharma (@Journomukesh) March 5, 2025
একের পর এক ভিডিয়ো উঠে আসে ওই ব্যক্তির...
रतलाम : अस्पताल से बुरी स्थिति में बाहर आया पेशेंट, गीता देवी हॉस्पिटल पर लगाए कई गंभीर आरोप, किया था पेशेंट के कोमा में होने का दावा #Ratlam #Hospital #GeetaDeviHospital @healthminmp #MPNews #PeoplesUpdate pic.twitter.com/TSef6EPwNn
— Peoples Update (@PeoplesUpdate) March 3, 2025