Sana Khan (Photo Credit: Instagran)

মুম্বই, ৬ মার্চ: সানা খানকে (Sana Khan) নিয়ে ফের শুরু হল বিতর্ক। বলিউড (Bollywood) থেকে অবসর নিয়ে বর্তমানে ধর্মের নীতি, নিয়ম মেনে জীবন কাটাচ্ছেন সানা খান। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সানা। দ্বিতীয়বার মা হওয়ার পর সানা খানকে দেখা যাচ্ছে একাধিক পডকাস্টে হাজির হতে। কখনও রুবিনা দিলায়েক আবার কখনও সম্ভাবনা শেঠ, একের পর এক টেলি অভিনেত্রীর পডকাস্টে হাজির হতে দেখা যায় সানা খানকে। সম্ভাবনা শেঠের পডকাস্টে হাজির হয়ে প্রাক্তন বিগ বসের প্রতিযোগীর উদ্দেশে সানা খানের বোরখা মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। যেখানে সম্ভাবনাকে দেখে সানাকে বলতে শোনা যায়, বোরখা কোথায়? বোরখা নিয়ে এস।

দেখুন সম্ভাবনা শেঠের পডকাস্টে হাজির হয়ে কী বলেন সানা খান...

 

 

View this post on Instagram

 

মহিলাদের ছোট পোশাক পরা নিয়ে কী বলেন সানা খান

অভিনেত্রী রুবিনা দিলায়েকের পডকাস্টে হাজির হয়ে সানা খান বহু মানুষকে কটাক্ষ করেন। যে সমস্ত পুরুষ তাঁদের স্ত্রীদের ছোট পোশাক পরার অনুমতি দেন, তাঁদের কটাক্ষ করেন সানা। যা নিয়ে সানাকে পালটা উত্তর দিতে শুরু করেন বহু মানুষ।

বলিউডকে নিয়ে সানার কটাক্ষ

বলিউড থেকে সরে যাওয়ার পর থেকেই সিনেমা জগৎ নিয়ে একের পর এক কটাক্ষ করেন সানা খান। অভিনেত্রীকে বলতে শোনা যায়, বলিউড হল 'শয়তানের' বাসস্থান। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়।

জন্মদিনের অনুষ্ঠান পালন নিয়েও কটাক্ষ করেন সানা খান

সানা বলেন, জন্মদিন পালন করা ধর্মের বিরুদ্ধাচারণ। শয়তানের অঙ্গুলিহেলনেই মানুষ জন্মদিনের মত অনুষ্ঠান পালন করেন বলে মন্তব্য করেন সানা।

সন্তান জন্মের পর পোস্টপার্টম ডিপ্রেশন নিয়ে সানার বক্তব্য

পোস্টপার্টম ডিপ্রেশন নিয়ে কেউ বেশি ভাববেন না। নতুন মায়েরা এসব নিয়ে বেশি ভাবলে পোস্টপার্টম ডিপ্রেশনের মত বিষয়ে মানুষ জুবে যাবেন বলেও মন্তব্য করেন সানা।

১২ সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছা

বিয়ের পর সানা খান বলেন, তিনি ১২ সন্তান চান। একটি বড় পরিবার তিনি চান বলে জানান সানা খান। তিনি আরও বলেন, আগেকার দিনে এক একজন মানুষের ১২ জন করে সন্তান থাকত। তিনও ৫ থেকে ১০ সন্তানের মা হতে চান বলে জানান সানা খান।