অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রী (ছবিঃX@ShoneeKapoor)

নয়াদিল্লিঃ ট্রেন যাত্রায় হুলস্থুল কাণ্ড। ঘুমন্ত যাত্রীকে জোর করে চুম্বন যুবকের। ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই যুবকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। বচসা চরমে পৌঁছলে এক যুবককে মারছেন আর এক যুবক। জানা গিয়েছে, ঘটনাটি দূরপাল্লার একটি ট্রেন সফরের। অভিযোগ, সহযাত্রীকে জোর করে চুম্বন করেছেন এক তরুণ। তবে তাঁর এই আচরণে একেবারেই ক্ষমাপ্রার্থী নন তিনি। উল্টে তাঁর দাবি, 'ইচ্ছে হয়েছে তাই করেছি।' তবে স্বামীর অশ্লীল আচরণের জন্য ওই ভিডিয়োতে ক্ষমা চাইতে দেখা গিয়েছে স্ত্রীকে। এরপর সহযাত্রীকে ঘটনাটি ভুলে যাওয়ার অনুরোধ জানান ওই মহিলা।

স্ত্রীর সামনেই অচেনা পুরুষকে জোর করে চুম্বন যুবকের

ভাইরাল ভিডিয়োতে অভিযোগকারী তরুণকে বলতে শোনা যায়, "আমি পুরুষ বলে এত সহজে আমায় ভুলে যেতে বলা হল। আমার জায়গায় যদি কোনও মহিলা থাকত তা হলেও কি এই অনুরোধ করতেন?’’ তরুণ আরও বলেন, ‘‘আমায় চুমু খেয়ে ক্ষমাও চাননি তিনি। আমি পুলিশে জানাব। এর শেষ দেখে ছাড়ব আমি।" ‘শোনিকপুর’ নামক একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া এক্সে ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভাইরাল ভিডিয়োতে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা। সেই সঙ্গে ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

 সহযাত্রীকে জোর করে চুম্বন, , স্বামীর কীর্তির জন্য ক্ষমা চাইলেন স্ত্রী