
নয়াদিল্লিঃ আবারও খাবারে থুতু(Spitting) মেশানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh)গাজিয়াবাদের(Ghaziabad) ভোজপুরে(Bhojpur)। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।যাতে দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়িতে রুটি তৈরির সময় তাতে থুতু মেশাচ্ছেন এক ব্যক্তি।
বিয়েবাড়ির খাবারে থুতু মেশাচ্ছেন রাঁধুনি! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ
জানা গিয়েছে, ঘটনাটি ২০ ফেব্রুয়ারির। ভিডিয়োটি ভাইরাল হতেই পদক্ষেপ করল পুলিশ। ওই রাঁধুনিকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এই ধরনের কাজ করলেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই ঘটনা নতুন নয়। কিছু মাস আগে এক রেস্তরাঁয় রুটি বানানোর সময় এক কর্মচারীর কীর্তি ভাইরাল হতে স্তম্ভিত হয়েছিলেন নেটিজেনরা। ভাইরাল সেই ভিডিয়োতে এক হোটেলের রাঁধুনিকে আটায় থুতু ফেলতে দেখা গিয়েছিল তাঁকে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। ধরাও পড়েছিলেন সেই ব্যক্তি।
বিয়েবাড়ির খাবারে থুতু মেশাচ্ছেন রাঁধুনি, ভিডিয়ো ভাইরাল হতেই আটক ব্যক্তি
Spit-Gate in Ghaziabad: Cook Caught Spitting on ‘Roti’ at Wedding Ceremony in Uttar Pradesh, Police Respond After Video Goes Viralhttps://t.co/XYf51AhqFm#UttarPradesh #Ghaziabad #WeddingCeremony #Roti #ViralVideo @SachinGuptaUP
— LatestLY (@latestly) March 5, 2025