
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মালদায় (Malda)। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির ট্রাক সজোরে মারল যাত্রীবোঝাই টোটোকে। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু তিনজনের। যার মধ্যে একজন টোটোচালকও রয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন। তাঁকে ইতিমধ্যেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঘাতক লরিকে এখনও বাজেয়াপ্ত করা হয়নি। চালক বা খালাসির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। ব্যস্ত দিনের সকালে এরকম পথ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই যানজট সৃষ্টি হয়েছে ৫১২ নম্বর জাতীয় সড়কে।
ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছিল টোটো
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দেওতলা থেকে একটি টোটো গাজোলের দিকে যাচ্ছিল। গাড়িতে তখন চালক সহ ৪ জন ছিলেন। ফাঁকা রাস্তার একপাশ দিয়ে যাচ্ছিল টোটোটি। তখনই পেছন থেকে গঙ্গরামমুখী একটি মালবাহী ট্রাক এসে সজোরে ধাক্কা মারে টোটোকে। অভিযোগ, ধাক্কা মারার পর গাড়িটি দাঁড় করায়নি চালক। বরং ঘটনাস্থল ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় ট্রাকের চালক। তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে স্থানীয় বাসিন্দা। খবর দেওয়া হয় গাজোল থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশ ইতিমধ্যেই নিহত ও আহতদের শনাক্ত করে তাঁদের পরিবারকে জানিয়েছে। মৃতরা হলেন, স্থানীয় মাছ ব্যবসায়ী বছর ৫৫-এর নিজামুদ্দিন শেখ, বাড়ি খলম্বা এলাকায়। টোটোচালক আলতাফ হোসেন (৪২) দেওতলার বাসিন্দা এবং কাজিপাড়ার বাসিন্দা ললিত ভুঁইমালি, বয়স ৬০। আহত হয়েছে পদ্মপুকুরের বাসিন্দা বছর ৬০-এর সামসুদ্দিন শেখ।