Photo Credits: Pixabay

নয়াদিল্লিঃ সময় মতোই পরীক্ষা(Examination) দিতে এসেছিল তারা। তবে তারা বৈধ পরীক্ষার্থী(Candidate) নয়। এবার হরিয়ানার(Haryana) নুহ জেলা (Nuh District)থেকে আটক ৩৪ নকল পরীক্ষার্থী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মাউন্ট আরাভালি পাবলিক স্কুলে। এই ঘটনায় ওই স্কুলের ৬ কর্মীকেও আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দশম শ্রেণির পরীক্ষার আগে ৩৪ নকল পরীক্ষার্থীকে আটক পুলিশের