
দিল্লি, ৬ মার্চ: ফের হামাসের (Hamas) বিরুদ্ধে সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শিগগিরই যাতে ইজরায়েলি (Israel) পণবন্দিদের মুক্ত করা হয়, হামাস নেতাদের সে বিষয়ে সতর্ক করলেন ট্রাম্প। একজনও ইজরায়েলি পণবন্দিকে যাতে হামাস আটকে রাখতে না পারে, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়। পণবন্দিদের এরপরও যদি আটকে রাখা হয়, তাহলে তার ফল হামাস নেতাদের ভুগতে হবে বলেও ট্রাম্প হুমকি দেন। পণবন্দিদের আটকে রাখতে চাইলে, হামাস নেতাদের যেন পালিয়ে যান বলেও মার্কিন প্রেসিডেন্ট তাদের সতর্ক করেন।
ইজরায়েল যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সে বিষয়ে ,ব ধরনের সাহায্য করা হবে। পাশাপাশি সংঘর্ষ বিরতি চুক্ত যখন করা হচ্ছে, সেই সময় ইজরায়েলকে সবদিকে থেকে সমর্থন করা হবে যাতে ওরা নিজেদের কাজ সম্পন্ন করত পারে। ইজরায়েলের পক্ষ নিয়ে এমন মন্তব্য করতে শোনা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। প্রায় ১৪০০ মানুষকে হত্যার পর বহু ইজরায়েলিকে পণবন্দি বানিয়ে গাজায় নিয়ে যায় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। ৭ অক্টোবরের হামলার পরদিনই ইজরায়েল পালটা গাজায় হানাদারি শুরু করে। প্রথমে আকাশ পথে হামলা চালায় ইজরায়েল। এরপর ইজরায়েলের সেনা বাহিনী গাজায় প্রবেশ করে হামাস জঙ্গিদের নিধন শুরু করে।