দক্ষিণ কোরিয়ার (South Korea) জনবসতি এলাকায় বোমা (Bomb) ফেলল সেনা বাহিনী। বোমার আঘাত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ, দক্ষিণ কোরিয়র বায়াুসেনা পরপর ৮টি বোমা ফেলেছে জনবসতি এলাকায়। পরপর ৮টি বোমার আঘাতে ১৫ জন আহত হন বলে খবর। জনবসতি এলাকায় বোমা ফেলতেই হুলুস্থূল শুরু হয়। তবে দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনীর তরফে নিজেদের ভুল স্বীকার করা হয়। ভুল করেই তাঁরা বোমা ফেলেছে বলে জানায়। ফলে যে এলাকায় বোমা ফেলা হয়েছে, সেখানকার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেয় দক্ষিণ কোরিয় বাহিনী। সেই সঙ্গে তাদের জন্য যাঁরা ক্ষতির সম্মুখীন,তাঁদের প্রত্যেককে সাহায্য করা হবে বলেও দেওয়া হয় আশ্বাস। সেনা বাহিনী বোমা ফেলতেই তার জেরে যাঁরা আহত হন, তাঁদের মধ্যে ২ জনের কাধে লাগে। তাঁদের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর।

আরও পড়ুন: South Korea: দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান ভুল করে ৮টি বোমা ফেলেছে! আহত 8 জন

দেখুন সেই ভিডিয়ো যখন জনবসতি এলাকায় বোমা ফেলে দক্ষিণ কোরিয়া....

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)