
বেঙ্গালুরু, ৬ মার্চ: দুবাই (Dubai) থেকে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী রন্যা রাওকে (Ranya Rao)। সোমবার বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কন্নড় অভিনেত্রী রন্যাকে। দুবাই থেকে ১৪.৮ কেজি সোনার বার নিয়ে রন্যা রাও বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই অভিনেত্রীকে গ্রেফতার করে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স। যা নিয়ে কার্যত জোর চর্চা শুরু হয়েছে কন্নড় চলচ্চিত্র জগতে।
রিপোর্টে প্রকাশ, রন্যা রাও প্রত্যেকবার দুবাইতে যাওয়ার জন্য ১২ লক্ষ করে নিতেন। শুধু তাই নয়, পাচার করার জন্য যে সোনা রন্যা ভারতে আনতেন, তার প্রত্যেক কিলোগ্রামের জন্য তিনি ১ লক্ষ টাকা করে নিতেন। ফলে প্রত্যেকবারের দুবাই ট্রিপে রন্যা রাওয়ের রোজগার হত ১২ থেকে ১৩ লক্ষ টাকা করে।
কন্নড় অভিনেত্রী রন্যা কেন বছরে এতবার দুবাইতে যাচ্ছেন, তা নিয়ে আগে থেকেই প্রশাসনের নজর ছিল। রন্যা এতবার দুবাইতে কেন যাচ্ছেন, সেদিকে নজর রাখতেই ক্রমাগত সমস্ত তথ্য প্রকাশ্যে আসে। এরপরই জাল পেতে রন্যা রাওকে গ্রেফতার করা হয় বলে খবর।
বিমানবন্দরে এবার নামার পর নিরাপত্তারক্ষীরা রন্যার পথ আটকালে তিনি নিজেকে আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের কন্যা বলে জানান। তবে তাতে কোনও কাজ হয়নি। রন্যার চেকিংয়ের সময় তাঁর পোশাকের ভিতর থেকে একের পর এক করে সোনার বার বেরিয়ে আসতে শুরু করে।
রন্যার পোশাক থেকে যে সোনার বারগুলি উদ্ধার করা হয়েছে, তার দাম ১৭.২৯ কোটি আনুমানিক হিসেব অনুযায়ী। এসবের পাশাপাশি রন্যার কাছে আরও যে সমস্ত জিনিসপত্র ছিল, তা ৪.৭৩ কোটির বলে জানা যায়।
এদিকে রন্যার গ্রেফতারির পর তাঁর সৎ বাবা রামচন্দ্র রাও কার্যত অবাক হয়ে যান। কর্ণাটক পুলিশের আইপিএস অফিসার বলেন, রন্যার বিষয়ে তিনি শুনেছেন সংবাদমাধ্যম থেকে। রন্যা ৪ মাস আগে বিয়ে করেছেন। ফলে বিয়ের পর থেকে রন্যার সঙ্গে তাঁদের আর কোনও যোগাযোগ নেই। তাই রন্যা বা তাঁর স্বামী কী করেন, সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। আইন আইনের পথে চলবে। এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলেও জানান রামচন্দ্র রাও।