নয়াদিল্লি: দীপাবলির (Diwali) উৎসবে দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা প্রদীপ জ্বালান, পটকা ফাটিয়ে এবং একে অপরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করেন। তবে গোয়ায় দীপাবলি উদযাপনের একটি ভিন্ন ধরন রয়েছে। গোয়ায় দীপাবলি উদযাপন করা হয় একটি অনন্য রীতির মাধ্যমে। দীপাবলির দিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাক্ষস নরকাসুরের (Demon Narakasura) কুশপুতুল পোড়ানো হয়।
মহাভারত অনুসারে, নরকাসুর ছিলেন অসুর বংশের এক হিংস্র রাক্ষস। নরকাসুরের অত্যাচারে পৃথিবীর প্রতিটি প্রাণী বিচলিত হয়েছিল। ১৬ হাজার মেয়েকে বন্দী করে রেখেছিলেন নরকাসুর। নরকাসুরের অত্যাচার দেখে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে তাঁকে হত্যার পরিকল্পনা করেন। নরকাসুর এক নারীর হাতে মারা যাওয়ার অভিশাপ পেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রী সত্যভামার সহায়তায় নরকাসুরকে হত্যা করেছিলেন এবং বন্দীদশায় আটকে পড়া ১৬ হাজার মেয়েকে মুক্ত করেছিলেন। নরকাসুর বধের কারণে এই দিনটি নরক চতুর্দশী হিসেবেও পালিত হয়।
নরকাসুররের কুশপুতুল পোড়ান হচ্ছে দেখুন-
#WATCH | Goa: As part of the Diwali celebration, the people of Panaji burnt the effigy of the demon Narakasura. pic.twitter.com/IpCcepSIVB
— ANI (@ANI) October 31, 2024