দিল্লি, ৩১ অক্টোবর: দীপাবলির (Diwali) অনুষ্ঠান বাতিল করা হয়েছে কানাডার (Canada) বিরোধী দলের তরফে। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে নিন্দার ঝড় ওঠে। দীপাবলির অনুষ্ঠান বাতিল করে কানাডার বিরোধী দলনেতা যা করেছেন, তা অসংবেদনশীল বলেও তোপ দাগা হয়। যা নিয়ে এবার মুখ খুলল কানাডার বিরোধী দল। কানাডার বিরোধী নেতা পিয়েরে পলিয়েভারের প্রতিনিধি জানান, ওই অনুষ্ঠান সাময়িক কারণে বন্ধ রয়েছে। সময়, সুযোগ বুঝে ফের দীপাবলির অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি। তবে কানাডার সংসদ ভবনে কবে ওই অনুষ্ঠান হবে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত খালিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ উর্দ্ধমুখী। খালিস্তানিপন্থীদের (Khalistani) নিশানা করছে ভারত এবং এর পিছনে ভারতের (India) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত রয়েছে বলে অভিযোগ করা হয় কানাডার (Canada) তরফে। কানাডার উপবিদেশমন্ত্রীর এই অভিযোগ নিয়ে ফের দিল্লির সঙ্গে ওট্টাওয়ার উত্তাপ বাড়ছে। যদিও ভারতের তরফে সমস্ত অভিযোগ খারিজ করা হয়। সেই সঙ্গে এই অভিযোগকে ভিত্তিহীন বলেও স্পষ্ট জানানো হয়।