মদ, প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

গোয়া, ৭ ফেব্রুয়ারি: মদের (Liquor) দাম বাড়তে চলেছে গোয়ায়। আগামী ১ এপ্রিল থেকে গোয়াতে (Goa) মদ কিনতে হলে এখন যা টাকা লাগে তার থেকে আরও ৫০ শতাংশ বেশি লাগবে। রাজ্য বাজেট পেশ হতেই এমন তথ্য প্রকাশ্যে এসেছে। নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রথম বাজেটেই বেশি রাজস্ব আদায়ের দিকে বেশি নজর দিয়েছেন। নিজের ভাষণে সাওয়ান্ত বলেন, “গোয়াতে কর কাঠামোতে পরিবর্তন করে বেশি রাজস্ব আদায় করার সুযোগ খুবই কম। কিন্তু এই বাজেটে অর্থনৈতিক ফাঁক-ফোকর বন্ধ করে বেশি কর আদায় করার জন্য কয়েকটি মাত্র সুযোগ রয়েছে। আমরা খুব সামান্য হারে কর বাড়িয়েছি। এতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এক্সাইজ বা স্ট্যাম্প ডিউটি কিছুটা বাড়িয়েছি। এর ফলে রাজ্যের রাজস্ব আদায় অনেকটা বেড়ে যাবে।”

বিয়ারের দাম ৫ থেকে ১৫ টাকা বেড়েছে। অন্যদিকে মদের ক্ষেত্রে ব্র্যান্ড অনুযায়ী দাম বেড়েছে। এই অতিরিক্ত এক্সাইজ ডিউটি আদায়ের ফলে রাজ্যের কর কাঠামো লাভবান হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুধু বিয়ার, রাম হুইস্কির উপরে আবগারি কর বেড়েছে এমনটা নয়। গোয়ার অন্যতম পানীয় ফেনির- দাম ১০০ থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা। এদিকে মুখ্যমন্ত্রীর এই দাম বাড়ানোকে ভালভাবে নেয়নি ‘গোয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। প্রেসিডেন্ট মনোজ কাকুলো জানিয়েছেন, “মদের দাম বাড়িয়ে দেওয়ার প্রভাব মদের দোকান ও বারের উপর পড়বে। এর সার্বিক প্রভাব পড়বে রাজ্যের পর্যটনের উপর। এছাড়া সম্পত্তির দাম বাড়ানোর ফলে তার প্রভাব রিয়েল এস্টেট ব্যবসার উপর পড়বে। এমনিতেই রাজ্যের রিয়েল এস্টেট ব্যবসা চাপের মধ্যে রয়েছে। তা আরও চাপে পড়ে যাবে।” আরও পড়ুন-SBI Home And Vehicle Loans To Become Cheaper: খোলা বাজারে টাকা নেই, তাই গৃহ ও গাড়ি ঋণে সুদের হার কমাচ্ছে এসবিআই

নতুন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে শুধুমাত্র মদের দাম বাড়িয়ে ক্ষান্ত হননি। জমিসংক্রান্ত ক্ষেত্রেও স্ট্যাম্প ডিউটির দাম বাড়ানো হয়েছে। এই স্ট্যাম্প ডিউটি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। অর্থনীতিবিদদের ধারণা, এই নতুন কর কাঠামোর ফলে বছরে ২৫০ থেকে ৩০০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে।