নয়াদিল্লিঃ ১২ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে(Prayagraj) বসেছে মহাকুম্ভ মেলা(Mahakumbh Mela 2025)। মেলা শুরুর দিন থেকেই প্রয়াগরাজে (Prayagraj)পুণ্যার্থীদের ভিড়। রোজ পুণ্য স্নানে অংশ নিচ্ছেন কোটি কোটি ভক্ত। মহাকুম্ভের সময় আকশ থেকে কেমন দেখায় প্রয়াগরাজ? এবার সেই ছবিই প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো। ভারতীয় কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে স্পষ্ট প্রয়াগরাজে মানুষের ভিড়। এমনকী ছবিতে ধরা পড়েছে মহাকুম্ভে অস্থায়ী সেতু ও তাঁবু। সরোর হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার ত্যাধুনিক অপটিক্য়াল স্যাটেলাইট ব্যবহার করে এই ছবি সামনে এনেছে। এই ছবি ব্যবহার করছে উত্তরপ্রদেশ প্রশাসন।
কী ধরা পড়েছে এই ছবিতে?
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রি পর্যন্ত। প্রত্যেকদিন এই মেলায় ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেজে উঠেছে গোটা প্রয়াগরাজ। পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি করা হয়েছে দেড় লক্ষ অস্থায়ী তাঁবু। রয়েছে ৩ হাজার রান্নাঘর। সেখানেই তৈরি হচ্ছে খাবার। প্রতিদিন পুণ্য স্নানে অংশ নিচ্ছেন ভক্তরা। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রয়াগরাজ। ২৪ ঘণ্টা ধরে চলছে কড়া নজরদারি। এয়াই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নজর রাখা হচ্ছে গোটা মেলায়। মোতায়েন হয়েছে প্রচুর সেনা ও পুলিশ বাহিনী।
আকাশ থেকে কেমন দেখাচ্ছে মহাকুম্ভ মেলা? ছবি প্রকাশ ইসরোর
#ISRO's EOS-04 satellite captured detailed images of the ongoing #MahaKumbhMela2025 in #Prayagraj.
The images reveal extensive infrastructure like tent cities and pontoon bridges.
Details 🔗 https://t.co/UP3hzU5FVY#MahaKumbh pic.twitter.com/dMlKHDmaj7
— The Times Of India (@timesofindia) January 22, 2025