Indian Economy Photo Credit: twitter@latestly

মুদ্রাস্ফীতি হল উপলব্ধ অর্থের পরিপ্রেক্ষিতে সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি। পরিচিত পরিভাষায় বললে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে আপনি আগের তুলনায় আজ অনেক কম জিনিষ ক্রয় করতে পারেন।বর্তমানে গোটা বিশ্বের একটি বড় সমস্যা হল মুদ্রাস্ফীতি (Inflation)। যার ফলে সবচেয়ে বেশি আর্থিক সংকটে সাধারণ মানুষ। যে দেশে মুদ্রাস্ফীতি যত বেশি, সেই দেশে আর্থিক সমস্যা তত প্রকট। বর্তমানে মুদ্রাস্ফীতির হারের নিরিখে দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স (World of Statistics)।

মুদ্রাস্ফীতির হার:

ভেনিজুয়েলা 🇻🇪 436%

লেবানন 🇱🇧 269%

সিরিয়া 🇸🇾 139%

আর্জেন্টিনা 🇦🇷 114%

তুরস্ক 🇹🇷 39.59%

পাকিস্তান 🇵🇰 38%

মিশর 🇪🇬 32.7%

নাইজেরিয়া 🇳🇬 22.4%

ইউক্রেন 🇺🇦 15.3%

পোল্যান্ড 🇵🇱 13%

যেখানে মুদ্রাস্ফীতির হারের নিরিখে বিশ্বের দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা। মুদ্রাস্ফীতির হার ৪৩৬ শতাংশ। তার পরে রয়েছে  লেবানন। এই দুই দেশের মুদ্রাস্ফীতির হার অত্যধিক বেশি। ভারত(India) না থাকলেও পাকিস্তান রয়েছে প্রথম ১০-এর তালিকায়। আবার চিন রয়েছে তালিকার একদম নীচে। ভারতের  মুদ্রাস্ফীতির হার তুলনামূলকভাবে অনেকটাই কম ৪.২৪ শতাংশ। 

কোন দেশের মুদ্রাস্ফীতির হার কত, দেখে নেওয়া যাক একনজরে।