Govinda, Sunita Ahuja (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda-Sunita Ahuja Divorce) কি বিচ্ছেদ হচ্ছে? এমন প্রশ্নে তোলপাড় বলিউড (Bollywood)। যার উত্তরে গোবিন্দার আইনজীবী ললিত ভন্দাল বলেন, সুনীতা আহুজা গত ৬ মাস আগে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। তবে বর্তমানে সব ঠিক আছে। গোবিন্দা এবং সুনীতার মধ্যে সমস্যা হয়েছিল কিন্তু বর্তমানে সব ঠিক আছে বলে জানান অভিনেতার আইনজীবী।

পাশাপাশি গোবিন্দার আইনজীবী আরও জানান, বলিউডের এই জনপ্রিয় জুটির সঙ্গে তিনি নেপালে গিয়েছিলেন। সেখানে পশুপতিনাথ মন্দিরে তাঁরা পুজো দেন একসঙ্গে। তারপর থেকে ওই দম্পতির মধ্যে সবকিছু ঠিকঠাক আছে বলে জানান আইনজীবী।

আরও পড়ুন: Govinda-Sunita Ahuja Divorce Rumours: 'জীবন থেকে যায়-ই না ও', বিচ্ছেদ গুঞ্জনের মাঝে গোবিন্দার স্ত্রী সুনীতার পরকীয়া মন্তব্যের ভিডিয়ো ভাইরাল, দেখুন

শুধু তাই নয়, গোবিন্দা এবং সুনীতা আহুজা দুজনেই মনের দিক থেকে খুব শক্তিশালী। তাই এই ধরনের সমস্যায় তাঁরা ভেঙে পড়েন না। তাঁরা খুব শক্ত মনে এই ধরনের সমস্যার মোকাবিলা করেছেন বলে অভিনেতার আইনজীবী জানান।

সেই সঙ্গে গোবিন্দা যে পৃথক বাড়িতে থাকছেন, এমন গুঞ্জনের কথাও কার্যত উড়িয়ে দেন আইনজীবী। তিনি বলেন রাজনীতিতে যোগ দেওয়ার পর গোবিন্দা বেশ কিছু কারণে বাংলোর বিপরীতে কেনা ফ্ল্যাটে থাকেন। বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন। আর মাঝে মধ্যে তিনি ওই ফ্ল্যাটে রাত্রিবাস করেন বলে জানান আইনজীবী। বাংলোর বিপরীতে ফ্ল্যাট কেনা এবং সেখানে থাকা নিয়ে ওই দম্পতির কোনও সমস্যা নেই বলেও আইনজীবী জানান।

সুনীতার পডকাস্টে হাজির হওয়া এবং তাঁর বিভিন্ন মন্তব্যকে ঘুরিয়ে প্রকাশ করা হচ্ছে। যেমন একটি পডকাস্টে সুনীতা বলেন, তাঁর গোবিন্দার মত স্বামী চাই না। গোবিন্দার মত ছেলে চাই। গোবিন্দা তাঁর ভ্যালেন্টাইনের সঙ্গে রয়েছেন বলে সুনীতা যে মন্তব্য করেন, সেখানে ঘোরানো পেচানো কিছু নেই। গোবিন্দার ভ্যালেন্টাইনের অর্থ কাজ। অভিনেতা কাজ পাগল মানুষ। তাই কাজই তাঁর ভ্যালেন্টাইন। যা বোঝাতে চেয়েছেন সুনীতা। এমন কথাও বলতে শোনা যায় অভিনেতার আইনজীবীকে।