Close
Advertisement
 
শুক্রবার, ফেব্রুয়ারি 28, 2025
সর্বশেষ গল্প
7 minutes ago
Live

Ramadan Moon Sighting 2025 In Bangladesh:রমজান শুরু কবে জানা গেল না আজ, বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত জানাবে ১ তারিখ সন্ধ্যায়

বিদেশ Indranil Mukherjee | Feb 28, 2025 08:11 PM IST
A+
A-
28 Feb, 19:03 (IST)
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১। শনিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে রবিবার (২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা শনিবার রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।
28 Feb, 18:59 (IST)
১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার (১ মার্চ) সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।  
28 Feb, 18:31 (IST)
আগামী ২৮ ফেব্রুয়ারি (২৯ শাবান) নতুন চাঁদটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে খুব সহজে দেখা যাবে। ওইদিন মক্কার সময় অনুযায়ী রাত ৩টা ৪৫ মিনিটে চাঁদটির জন্ম হবে। তবে খালি চোখে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় দূরবীন বা অন্য কোনো যন্ত্রের সাহায্যেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।  

অপেক্ষা শেষ! পবিত্র রমজান মাস শুরু হতে আর সর্বোচ্চ একদিন বাকি। এরপরই শুরু হবে মহিমান্বিত এ মাস। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে কবে রমজানের চাঁদ দেখা যাবে, এ নিয়ে সবার আগ্রহ। সৌদিতে যেদিন চাঁদ দেখা যায়, এর পরের দিন সাধারণত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেলে চাঁদের দেখা। এরপর প্রথম রমজানের সেহরি গ্রহণ করে ধর্মপ্রাণ মুসলিমরা।

তবে যুক্তরাজ্যের নটিক্যাল আলমানাক অফিস পরিচালিত চাঁদ বিষয়ক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ জানিয়েছে, এ বছর সৌদির মক্কায় রমজান ১ অথবা ২ মার্চ থেকে শুরু হবে। অন্যান্য অঞ্চল, বিশেষ করে—  পশ্চিম গোলার্ধে এবার মক্কারও আগে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সৌদিসহ অন্যান্য মুসলিম দেশগুলো এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

 


Show Full Article Share Now