Ramadan Moon Sighting 2025 In Bangladesh:রমজান শুরু কবে জানা গেল না আজ, বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত জানাবে ১ তারিখ সন্ধ্যায়
অপেক্ষা শেষ! পবিত্র রমজান মাস শুরু হতে আর সর্বোচ্চ একদিন বাকি। এরপরই শুরু হবে মহিমান্বিত এ মাস। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে কবে রমজানের চাঁদ দেখা যাবে, এ নিয়ে সবার আগ্রহ। সৌদিতে যেদিন চাঁদ দেখা যায়, এর পরের দিন সাধারণত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেলে চাঁদের দেখা। এরপর প্রথম রমজানের সেহরি গ্রহণ করে ধর্মপ্রাণ মুসলিমরা।
তবে যুক্তরাজ্যের নটিক্যাল আলমানাক অফিস পরিচালিত চাঁদ বিষয়ক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ জানিয়েছে, এ বছর সৌদির মক্কায় রমজান ১ অথবা ২ মার্চ থেকে শুরু হবে। অন্যান্য অঞ্চল, বিশেষ করে— পশ্চিম গোলার্ধে এবার মক্কারও আগে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সৌদিসহ অন্যান্য মুসলিম দেশগুলো এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।