CM sends message to BSF jawan's wife (Photo Credit: X@ANI & @MamataOfficial)

গত ক‘দিন আতঙ্কে, দুশ্চিতায় চোখের পাতা এক করতে পারেননি রজনী। অন্তঃসত্ত্বা অবস্থায় ছুটে গিয়েছিলেন খোঁজ নিতে। মানুষটি কেমন আছেন কোনও খবরই পাচ্ছিলেন না। বিনিদ্র রাত্রি কেটেছিল। প্রহর গুনছিলেন স্বামীর ফিরে আসার। অবশেষে বুধবার সকালে যখন রাস্তায় বেরিয়েছিলেন, খবর পেলেন জওয়ানকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। দেশে ফিরেছেন স্বামী।পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ, এই খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রজনীর মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লেখেন, “আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর পেয়ে আমি আনন্দিত। আমি তাঁর পরিবারের সাথে যোগাযোগ রেখেছিলাম এবং হুগলির রিষরায় তাঁর স্ত্রীর সাথে তিনবার কথা বলেছি। আজও আমি তাঁকে ফোন করেছি। আমার ভাইয়ের মতো জওয়ান, তাঁর স্ত্রী রজনী সাউ-সহ তাঁর পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।”

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিএসএফ পূর্ণম কুমার সাউয়ের (Purnam Kumar Shaw) স্ত্রী রজনী বলেন- পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর অপারেশন সিদূঁর করে, বদলা নেওয়া হয়। তারপর আমার সিদূঁরও রক্ষা করেছেন মোদীজি (PM Narendra Modi)। তাই প্রধানমন্ত্রী মোদী আছেন বলেই সবকিছু সম্ভব।

তিনি আরও বলেন, পুর্ণম কুমার সাউ যখন হঠাৎ ভুল করে পাকিস্তানের মাটিতে পা দিয়ে পাক রেঞ্জার্সদের হাতে আটক হন, তখন বিএসএফ (BSF) থেকে শুরু করে রাজ্য সরকার, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে তাঁর সঙ্গে ছিলেন। তাঁর মনের জোর বাড়িয়েছেন। তাই আটারি থেকে ওয়াঘা সীমান্তে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পা রাখতেই, তাঁর স্ত্রী সবাইকে ধন্যবাদ জানান।তার পাশাপাশি পূর্ণের স্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী আছেন বলেই সব সম্ভব। মোদীজি সবার সিথির সিদূঁর রক্ষা করেছেন বলে মন্তব্য করেন বিএসএফ কনস্টেবল পূর্ণমের স্ত্রী।