Covid Case In India (Photo Credit: X@bsindia)

কোভিড নিয়ে সতর্ক কেন্দ্র-রাজ্য।তবুও দেশজুড়ে করোনা গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী। আজ ৫ জুন ভারতে করোনা-সংক্রমণ বেড়ে হল ৪,৮৬৬। বিগত ২৪ ঘণ্টায় ৫ মাসের একটি শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৬৪ জন।

পশ্চিমবঙ্গে উদ্বেগ বাড়িয়ে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছ ১০৬ জন।স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার রাজ্যে নতুন করে ১৬৭ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। তবে তাঁদের মধ্যে ৬১ জন ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। অর্থাৎ সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যায় ১০৬ জন নতুন করে যোগ হয়েছে। এই মুহূর্তে বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৮ জন।   যার ফলে সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা ও মোট আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে ৫ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।

কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ল

 কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় নিহত ৭ জনের মধ্যে মহারাষ্ট্রে ৩ জনের মৃত্যু হয়েছে, দিল্লি ও কর্ণাটকে দু'জন করে প্রাণ হারিয়েছেন। নিহত ৭ জনের মধ্যে ৬ জন প্রবীণ রোগী ছিলেন এবং একটি শিশুরও মৃত্যু হয়েছে।