Rohit Sharma. (Photo Credits: x)

ICC Champions Trophy 2025: শনিবার করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, রবিবার দুবাইয়ে টিম ইন্ডিয়া যদি নিউ জিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। আর কিউইদের বিরুদ্ধে রোহিতরা হেরে গেলে, সেমিফাইনালে টিম ইন্ডিয়াকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ বি-তে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা (৫ পয়েন্ট)। এই গ্রুপ থেকে রানার্স হয়ে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট)। সব কটি ম্যাচে হেরে বিদায় নিল জোস বাটলারের ইংল্যান্ড।

কীভাবে জিতল দক্ষিণ আফ্রিকা

শনিবার করাচিতে ইংল্যান্ডের করা ১৭৯ রানটা ৩ উইকেট হারিয়ে ২৯.১ ওভারেই তুলে নিলেন বাভুমারা। রান তাড়া করেতে নেমে দারুণ খেলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা রাসি ভান ডার ডুসেন (৭২ অপরাজিত) ও হেনরিক ক্লাসেন (৬৪)। তৃতীয় উইকেটে ১২৭ রান যোগ করে দলকে জিতিয়ে আনেন ডুসেন ও ক্লাসেন। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন প্রোটিয়া পেসার মার্কো জেনসনে। ইংল্যান্ড অল আউট ১৭৯ রানে, পড়ুন বিস্তারিত

সেমিফাইনালে কার বিরুদ্ধে কার খেলা

গ্রুপ বি-র সব খেলা শেষ হয়ে যাওয়ার পর এবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত হবে নাকি নিউ জিল্যান্ড তা ঠিক রবিবার গ্রুপ এ-র শেষ ম্যাচে। দুবাইয়ে রবিবার লিগের শেষ ম্যাচ ভারত বনাম নিউ জিল্যান্ডের মধ্যে জয়ী দল সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর রোহিত শর্মা বনাম মিচেল স্যান্টনারের মধ্যে পরাজিত দল ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেহেতু টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, রবিবার ভারত-কিউই ম্যাচের ফল যাই হোক রোহিতরা দুবাইতেই সেমিফাইনাল খেলবেন। তাই রবিবার ভারত জিতে গেলে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল খেলতে পাকিস্তান থেকে ছুটতে হবে দুবাইয়ে। আর গ্রুপের শেষ ম্যাচে রোহিতরা হেরে গেলে দক্ষিণ আফ্রিকাকে ছুটতে হবে দুবাইয়ে।

গ্রুপ বি-র পয়েন্ট তালিকা

১) দক্ষিণ আফ্রিকা ( ৫ পয়েন্ট)

২) অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট)

৩) আফগানিস্তান (৩ পয়েন্ট)

৪) ইংল্যান্ড (০ পয়েন্ট)

(দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়)