Jos Buttler. (Photo Credits: x)

করাচি, ১ মার্চ: অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে সব ম্যাচে পরাস্ত হয়ে দেশে ফেরার পথে ইংল্য়ান্ড। বাভুমাদের বিরুদ্ধে মাত্র ৩৮.২ ওভারেই গুটিয়ে গেল বাটলারদের ইনিংস। প্রোটিয়ারা এই ম্যাচে জিতলেই গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে। আর রানার্স হয়ে সেমিতে নামবে অস্ট্রেলিয়া। কাল, রবিবার লিগের শেষ ম্যাচ ভারত বনাম নিউ জিল্যান্ডের মধ্যে জয়ী দল এ গ্রুপের চ্যাম্পিয়ন হবে, আর পরাজিত দল হবে রানার্স।

সেমিফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে

সেমিফাইনালে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ বি-র রানার্সের সঙ্গে, আর বি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে এ গ্রুপের রানার্সের বিরুদ্ধে।

১৭৯ রানে অল আউট ইংল্যান্ড

হতশ্রী ব্যাটিং বাটলারদের

শনিবার করাচিতে জোস বাটলারের নেতৃত্বে শেষবার নামা ইংল্যান্ডের ব্যাটিং একেবারে হতাশ করল। ফিল সল্ট (৮) থেকে জেমি স্মিথ (০), হ্যারি ব্রুক (১৯) থেকে লিয়াম লিভিংস্টোন (৯)-রা একেবারে ব্যর্থ হলেন। অধিনায়ক বাটলার (২১)-ও কিছুই করতে পারলেন না। দলের সর্বোচ্চ রান জো রুট (৩৭)-র। ৯ নম্বরে ব্যাট করতে নামা জোফ্রা আর্চার (২৫) শেষের দিকে রুখে না দাঁড়ালে ইংল্যান্ডের রান দেড়শো টপকাতো না। প্রোটিয়া পেসার মার্কো জেনসন ৩৯ রান দিয়ে ৩টি ও মুলদার ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন । কেশব মহারাজ ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন।