প্রতীকী ছবি (File Photo)

কেরলে মর্মান্তিক ঘটনা। কোঝিকোড়ের থামারাসেরির কোচিং সেন্টারে সহপাঠীদের হাতে মার খেয়ে মারা গেল দশম শ্রেণীর এক ছাত্র। কোচিং সেন্টারে ফেয়ারওয়েল পার্টিতে তীব্র বচসার পর এমজে স্কুলের দশম শ্রেণীর ছাত্র মহম্মদ শাহবাস-কে পাঁচজনে মিলে মারতে শুরু করে। এরপর সে ছুটে পালাতে চাইলে পাঁচজনের মধ্যে থেকে তিনজন তাকে নানচুক নামের জাপানী মার্শাল আর্টের অস্ত্র দিয়ে আঘাত করে। তার মাথাতেও বারবার আঘাতও করা হয়।

গুরুতর চোট পেলেও মারপিটের পর কাউকে কিছু না বলে সে বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু বাড়িতে জানাজানি হওয়ার ভয়ে সে শপিং মলে সময় কাটাতে যায়। কিন্তু বন্ধুর বাইকে সেখানে যাওয়ার সময় সে বমি করে। এরপর শরীর খারাপ নিয়ে বাড়ি না ফিরে বন্ধুর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেখান তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সে কোমায় চলে যায়।

দশম শ্রেণীর ছাত্রর মর্মান্তিক মৃত্যু 

 

কোমায় থেকে মৃত্যু

দিন পাঁচেক গভীর কোমায় থাকার পর অনেক চেষ্টার পরেও তাকে আর বাঁচানো যায়নি। ডাক্তাররা জানান, ভারী কিছুর আঘাতের ফলেই তার মৃত্য়ু হয়। সহপাঠীকে খুনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।