দিল্লি, ১ নভেম্বর: পেট্রোলের (Petrol) দাম বাড়াল পাকিস্তান (Pakistan)। এবার শেহবাজ শরিফ সরকারের তরফে পাকিস্তান জুড়ে পেট্রলের দাম লিটার প্রতি ১.৩৫ টাকা করে বাড়িয়েছে। যা ফের পাকিস্তান জুড়ে শোরগোল শুরু হয়েছে। এদিকে পাকিস্তানে যাতে পেট্রোলের দাম নতুন করে বাড়ানো না হয়, তার আবেদন করেন জামাত-ই-ইসলামির প্রধান হাফিজ নাইমুর রহমান। হাফিজ রহমান সরকারের কাছে পেট্রোলের দাম কমানোর আর্জি জানান। তবে জামাত-ই-ইসলামির তরফে যতই আবেদন জানানো হোক না কেন, শেহবাজ শরিফ সরকারের তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।
রিপোর্টে প্রকাশ, বাজারের ওঠানামার দিকে নজর রেখেই পাকিস্তানে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে পাকিস্তানে পেট্রলের নয়া দাম হয়েছে লিটার প্রতি ২৪৮.৩৮ টাকা। পেট্রোলের পাশাপাশি হাই স্পিড ডিজেলের দামও বাড়ানো হয়েছে। লিটার প্রতি ৩.৮৫ টাকা করে পাকিস্তানে এবার ডিজেলের দাম বাড়ানো হয়েছে বলে খবর।