Shah Rukh Khan (Photo Credit: X)

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: মন্নত (Mannat) থেকে সরছেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাঁর পরিবার। এমনই রিপোর্ট প্রকাশ্যে এলে, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। মুম্বইয়ের অন্যতম আকর্ষণ মন্নতকে একেবারে নিজের মজনের মত করে গড়ে তুলেছেন শাহরুখ খান। এবার সেই বিশাল বাংলো ছেড়ে শাহরুখ কেন ভাড়ার ফ্ল্যাটে যাচ্ছেন, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

রিপোর্টে প্রকাশ, চলতি বছরের মে মাস থেকে শাহরুখ খানের মন্নতে কাজ শুরু হবে। গ্রেড থ্রি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে খান পরিবারের মন্নত। ফলে মন্নতকে আড়ে বহরে আরও বাড়াবেন শাহরুখ খান। সেই কারণে এবার বেশ কিছুদিনের জন্য শাহরুখ খান-সহ গোটা খান পরিবার মন্নত ছেড়ে বিলাসবহুল একটি ভাড়ার বাড়িতে যাবেন বলে খবর। যে বাড়ি শাহরুখের ঠিকানা হতে চলেছে আগামী বেশ কিছু দিনের জন্য, তার প্রত্যেক মাসের ভাড়া ২৪ লক্ষ করে। এবার সেই বিলাসবহুল বাড়িই  আগামী কয়েক মাসের জন্য বলিউডের কিং খানের ঠিকানা হতে চলেছে বলে খবর।

শোনা যাচ্ছে, ব্যান্দ্রার পালি হিলের একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়েছেন শাহরুখ খান। বলিউডের নামী প্রযোজক বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানির বাংলো পূজা কাসা-তেই থাকবেন শাহরুখ খানরা। রেড চিলিজের তরফে পূজা কাসা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করা হয়েছে। যেখানে খান পরিবার বসবাসের জন্য জায়গা পাবেন। জানা যাচ্ছে, মন্নতে যে রেনোভেশন শুরু হবে, তা চলবে আগামী ২ বছর ধরে। ফলে শাহরুখ খানরা আগামী ২ বছর ধরেই কি জ্যাকি ভাগনানির বিলাসবহুল বাংলোয় থাকবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।