রয়টার্সের এক সমীক্ষায় দেখা গেছে, জুলাই মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৪০ শতাংশে। গত পাঁচ মাসে প্রথমবারের মতো ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২ থেকে ৬ শতাংশ সহনশীলতার ঊর্ধ্বসীমা অতিক্রম করেছে। গত দু'মাসে খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় অর্ধেক। এর প্রধান কারণ, সারা দেশে বর্ষার অনিয়মিততা। ফলে গত তিন মাসে পাইকারি বাজারে টমেটোর দাম ১৪০০ শতাংশের বেশি বেড়েছে। এর প্রভাব পড়বে ভারতের দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর। আগস্ট ৩ থেকে ৮ তারিখে রয়টার্সের ৫৩ জন অর্থনীতিবিদের সমীক্ষায় বলা হয়, জুলাই মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক ৬.৪০% হারে বৃদ্ধি পেয়েছে। Employment News: তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির থেকে এল সুখবর, ৫ মাসে ৫০হাজার ফ্রেশার চাকরি পাবে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে
পূর্বাভাসের পরিসীমা ছিল ৪.৮৫% থেকে ৭.৬০%। তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ আশা করেছিল যে এটি মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রায় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ প্রান্তকে অতিক্রম করবে, যার ফলে খাদ্যের মূল্যবৃদ্ধি অন্তত পরবর্তী কয়েক সপ্তাহ ধরে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বার্কলেজের ভারতের প্রধান অর্থনীতিবিদ রাহুল বাজোরিয়া বলেন, "আগস্ট মাসে খাদ্যপণ্যের দাম কমার কোনও লক্ষণ নেই। যদিও এটি এখনও মাসের প্রথম দিক, আমরা আশা করি যে সিপিআই মুদ্রাস্ফীতির ছাপ আগামী কয়েক মাসে উচ্চ থাকবে, এবং তারপরে ২০২৩ সালের চতুর্থ কোয়ার্টারে হ্রাস পেতে শুরু করবে।"
India July inflation likely breached RBI's 6% upper tolerance level - POLL#india #inflation #cpi #mpc #wpi #rbi #rates pic.twitter.com/c6BerkBOxI
— Trading India (@TradingIndia) August 9, 2023
সংখ্যাগরিষ্ঠ (৮৬%) অর্থনীতিবিদরা যারা একটি অতিরিক্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তারা বলেন যে চলতি ত্রৈমাসিকের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি ৬% এর উপরে থাকবে। যদি সমীক্ষার পরিসংখ্যান সঠিক হয়, তাহলে মুদ্রাস্ফীতির বর্তমান ঊর্ধ্বগতি এই ত্রৈমাসিকে রিজার্ভ ব্যাঙ্কের প্রকল্পের ৫.২%-কে ছাপিয়ে যেতে পারে। তবে ভারতীয় অর্থনীতিবিদ কুণাল কুণ্ডু বলেন, খাদ্য মুদ্রাস্ফীতির হঠাৎ বৃদ্ধি সাধারণত তিন থেকে চার মাস স্থায়ী হয়। জুনে ৪.১২% হ্রাস পাওয়ার পরে সমীক্ষায় পাইকারি মূল্য মুদ্রাস্ফীতি, উৎপাদকের মূল্যের পরিবর্তন, সম্ভবত জুলাইয়ে বার্ষিক ২.৭০% হ্রাস পেয়েছে।