Stock Market Representative Photo (Photo Credits: Pixabay)

নাসিক, ২ মার্চঃ শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ, এই বিশেষ দৃষ্টব্যটি মাথায় রেখে তবেই শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ করা জরুরি। নতুন বছরের শুরু থেকেই লাগাতার ধস নামছে সূচককে। বাজার খুলতেই চোখে পড়ছে সেনসেক্স এবং নিফটি সূচকে পতন। শেয়ার বাজারে বেলাগাম বিনিয়োগ এবং তার জেরে বিপুল লোকসানের মুখে পড়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুবক।

মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের (Nashik) বাসিন্দা রাজেন্দ্র কোলহে এক বীমা সংস্থায় কর্মরত ছিলেন। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা ছিল তাঁর নেশার মত। আর যে কোন নেশাই শরীর এবং স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। শেয়ার বাজারে প্রায় ১৬ লক্ষ টাকা খোয়ান তিনি। নিঃস্ব হয়ে বাঁচার ইচ্ছাই ত্যাগ করলেন। বছর ২৮-এর রাজেন্দ্র নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন।

বুধবার, মহাশিবরাত্রির সন্ধ্যায় ত্র্যম্বকেশ্বর মন্দিরে যান রাজেন্দ্র। ফেরার পথে পিম্পলগাঁওয়ের একটি মাঠের কাছে নিজের বাইকটি দাঁড় করিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগান তিনি। বাইককে বসে জ্যান্ত পুড়লেন যুবক। স্থানীয়দের চোখে পড়তেই তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে রাজন্দ্রর শরীর ৯০ শতাংশই পুড়ে গিয়েছে। বাইকটিও পুড়ে গিয়েছে। যুবককে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেন্দ্র।